আজকাল ওয়েবডেস্ক: বিজ্ঞান চাইলে কী না পারে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর আগমনের পর বিভিন্ন ক্ষেত্রে মানুষ নানান ধরনের কাজে এই প্রযুক্তি ব্যবহার করছেন। এবার স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ভূমিকার এক দারুণ উদাহরণ হয়ে দাঁড়াল আমেরিকার একটি ঘটনা। তাঁর চার বছরের ছেলে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। কিন্তু ১৭ জন চিকিৎসককে দেখানোর পরেও তাঁর রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। অবশেষে মহিলা হতাশ হয়ে চ্যাটজিপিটির সাহায্য নেন। আর তাতেই মিরাকেল! এআই চ্যাটবটটি কেবল বিরল রোগটি সঠিকভাবে শনাক্তই করেনি, এমনকী পরিবারকে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসাও পেতে সাহায্য করেছে।

একটি মার্কিন সংবাদসংস্থার প্রতিবেদন অনুসারে, শিশুটির নাম অ্যালেক্স। তাঁর মা কোর্টনি তিন বছরেরও বেশি সময় ধরে চিকিৎসার উত্তর খুঁজছিলেন। কোভিড-১৯ মহামারীর সময়, তিনি ছেলের মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষণ দেখতে পান – যেমন দাঁতে ক্রমাগত ব্যথা, বৃদ্ধি কমে যাওয়া এবং ভারসাম্য ও ভঙ্গিমার সমস্যা। একাধিক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেও রোগ নির্ণয় করতে পারেননি।

অসহায় কোর্টনি ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নেন। তিনি অ্যালেক্সের এমআরআই নোট এবং তার সমস্ত উপসর্গ একে একে চ্যাটজিপিটি-তে আপলোড করেন। কয়েক সেকেন্ডের মধ্যে, এআই টুলটি একটি সম্ভাব্য অবস্থার কথা জানায়: টেদার্ড কর্ড সিন্ড্রোম, এটি একটি বিরল স্নায়বিক ব্যাধি যা মেরুদণ্ডকে প্রভাবিত করে।

এআই-এর সুপারিশ অনুসরণ করে, কোর্টনি একই ধরনের উপসর্গযুক্ত শিশুদের অভিভাবকদের একটি ফেসবুক গ্রুপে যোগ দেন। এরপর তিনি একজন নতুন নিউরোসার্জনের সঙ্গে যোগাযোগ করেন, যিনি রোগ নির্ণয় নিশ্চিত করেন। মেরুদণ্ডের অস্ত্রোপচার করানো হয় শিশুটির। চিকিৎসার পর এখন সে সুস্থ হয়ে উঠছে।