আজকাল ওয়েবডেস্ক: জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর স্থান পরবর্তন করে। যার বড় প্রভাব পড়ে বিভিন্ন রাশির জীবনে। বর্তমানে শুক্র মীন রাশিতে রয়েছে। বুধ ১০ মাস পর আগামী ২৭ ফেব্রুয়ারী মীন রাশিতে প্রবেশ করবে। ফাল্গুন অমাবস্যার ওই দিনে বুধ ও শুক্রের মিলনে লক্ষ্মী-নারায়ণ রাজযোগ তৈরি হবে। 

বৈদিক জ্যোতিষশাস্ত্রে, বুধকে বুদ্ধিমত্তা ও সম্পদের গ্রহ বলে হয়। অন্যদিকে, শুক্রকে সম্পদ, সমৃদ্ধি এবং বৈষয়িক সুখের গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এই দুইয়ের মিলনে তৈরি হওয়া লক্ষ্মী-নারায়ণ রাজযোগ ৫ রাশির জীবনে উন্নতির পথ খুলে দেবে। তাহলে শীঘ্রই সৌভাগ্যের শিখরে থাকবেন কারা? জেনে নেওয়া যাক-  

বৃষ- মীন রাশিতে বুধের গোচর বৃষ রাশির জন্য লাভজনক হবে। আয়ের নতুন পথ খুঁজে পাবেন। চাকুরিজীবীরা উন্নতির সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। সংসারে সুখ-শান্তির পরিবেশ থাকবে। এই সময়ে ব্যবসায়ে বিনিয়োগ করলে ভাল লাভ পাবেন। 

মিথুন- বুধের গোচর মিথুন রাশির জন্য শুভ হতে চলেছে। অফিসে পদোন্নতি হতে পারে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁদের চাকরি পাওয়ার যোগ রয়েছে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। অনেক দিন ধরে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে এবার স্বস্তি পাবেন। 

কন্যা- লক্ষ্মী-নারায়ণ রাজযোগে কন্যা রাশির সৌভাগ্য খুলে যাবে। পেশাগত জীবনে উন্নতির সুযোগ আসবে। ব্যবসায়ে বড় চুক্তি করতে পারেন যা ভবিষ্যতে লাভজনক হবে। পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। সঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে৷ 

মকর- বুধ-শুক্রের মিললে মকর রাশির সুদিন ফিরবে৷ চাকরিতে কাজের প্রশংসা পাবেন। কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকবে, নতুন দায়িত্ব পেতে পারেন৷ নতুন কোনও ব্যবসা শুরু করার শুভ সময়। পরিবারের কোনও সদস্যের সঙ্গে বিবাদ চললে মিটে যাবে। 

কুম্ভ- বুধের গোচরে কুম্ভ রাশির ভাগ্য সদয় হবে। হঠাৎ আর্থিক লাভের সুযোগ আসতে পারে। পরিবারে অর্থ সংকট কাটবে। পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সন্তানের পরীক্ষা সংক্রান্ত সুখবর পেতে পারেন।