আজকাল ওয়েবডেস্ক: ন্যূনতম পরিচ্ছন্নতা বজায় রাখা যে কোনও মানুষের জন্যেই জরুরি। আর সেটুকু না থাকলে দূরে সরে যেতে পারেন কাছের মানুষরাও। এমনই একটি ঘটনা প্রকাশ্যে এল মার্কিন যুক্তরাষ্ট্রে। নেটমাধ্যম রেডিটে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানিয়েছেন এমনই এক অভিজ্ঞতার কথা যা শুনে চমকে উঠেছেন নেটিজেনদের একাংশ।

ঠিক কী জানিয়েছেন যুবক? নিজের পোস্টে তিনি লিখেছেন, “সাধারণত আমরা একসঙ্গে জিমে যাই। আমি অনেকবার ওকে জিজ্ঞেস করেছি যে ও কেন নিয়মিত স্নান করে না? ও সবসময়ই একই কথা বলে, মেয়েরা নাকি তেমন ঘামে না, আর ও মেয়েদের অনুপাতেও খুব কম ঘামে!”

যুবক লেখেন, “আমি মোটেই ওর সঙ্গে একমত নই। আমি ওর গায়ের গন্ধ পাই। কিন্তু ও খুবই সংবেদনশীল, তাই আমি নিজের মনেই কথাটা চেপে থাকি।” সঙ্গীর দুর্গন্ধ তাঁদের যৌন জীবনেও প্রভাব ফেলছিল বলেও জানান যুবক। তবু ভালবাসার খাতিরে কিছুই বলছিলেন না তিনি। কিন্তু এর পরেই সনা অর্থাৎ উষ্ণ জলীয় বাষ্পের ভাপ নেওয়া শুরু করেন প্রেমিকা। আর এর পরেই ধৈর্যের বাঁধ ভেঙে যায় যুবকের।

তিনি লেখেন স্বাভাবিক ভাবেই উষ্ণ পরিবেশে থাকায় মারাত্মক ঘাম হতে থাকে প্রেমিকার। তবুও স্নান করতে অস্বীকার করেন প্রেমিকা। যুবক লিখেছেন, “আমি মারাত্মক গন্ধ পাচ্ছি, বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে ওঁর কাছে থাকলে আমার পক্ষে শ্বাস নেওয়াই দুর্বিষহ হয়ে ওঠে।” এমনকি বাহুমূলে এমন দুর্গন্ধ হয় যে যুবক রোমান্টিকতার ছলে একসঙ্গে স্নান করারও প্রস্তাব দেন প্রেমিকাকে। তাতেও রাজি হননি তিনি। শেষ পর্যন্ত প্রেমিকার বাহুমূলের দুর্গন্ধ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যুবক। কিন্তু তাও নিজের ভুল মানতে নারাজ তরুণী। বাধ্য হয়ে সম্পর্ক ভেঙে দিতে বাধ্য হন যুবক। ইতিমধ্যেই যুবকের পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে।