আজকাল ওয়েবডেস্ক: ২৪ আগস্ট টাইমস অফ থিয়েটার থেকে প্রকাশিত হল নাট্যকার বিভাস চক্রবর্তীর নতুন বই- হাবিজাবি চিন্তা। বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমিত্র বসু, সুরঞ্জনা দাশগুপ্ত, শুভময় বসু এবং আরও অনেকে।
 
 
 টাইমস অফ থিয়েটার মূলত নাটক নিয়ে কাজ করে। পাশাপাশি একটি অ্যাপ রেডিও আছে যেটি বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে শোনা যায় এবং সেই রেডিওর মাধ্যমে টাইমস অফ থিয়েটার নাটক সংরক্ষণের কাজ করে। এর পাশাপাশি সংস্থার অনেক দিনের ইচ্ছে ছিল নাটক এবং নাটক সংক্রান্ত নানারকমের বইপত্র বার করার অর্থাৎ প্রকাশনায় আসার। সেই যাত্রার শুরুর বই বিভাস চক্রবর্তী লেখা হাবিজাবি চিন্তা। এই বইটিতে মূলত বিভিন্ন সময়ে বিভাস চক্রবর্তীর বিভিন্ন লেখা রয়েছে, যার কোনওটা কোথাও বেরিয়েছে বা কোনওটা বেরোয়নি। সেইগুলোকে এক জায়গায় জড়ো করে একটি বইয়ের আকার দিয়েছে সংস্থা। খুব মজার ভঙ্গিতে বিভিন্ন রকমের লেখা আছে নাটক নিয়ে। তার বিস্তার অনেকটাই, প্রকাশকদের নিজের ভাষাতেই কিছুটা এলোমেলো, তাই বইটি খুব সহজে পড়ে ফেলা যায়। বইটির সম্পাদনা করেছেন সৌমিত্র বসু।
 
 
 
 বইয়ের প্রায় সব লেখাই কোনও না কোনও ভাবে থিয়েটার নিয়ে। বিভাস চক্রবর্তীদের হাতে বাংলা থিয়েটারের মোড় ঘুরেছিল। শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়রা যে থিয়েটারের ধারা তৈরি করে গিয়েছিলেন, সেখান থেকে শুরু করেছেন বিভাস। তিনি চোখের সামনে বেশ কিছু বাঁক দেখেছেন সমকালীন ইতিহাসের। সেসবই আছে এই বইতে।
 
 বাংলা থিয়েটারের অনেকগুলি সমস্যা আছে। তার মধ্যে অন্যতম বড় সমস্যা, বাংলা থিয়েটার আজও পর্যন্ত পুরোপুরি পেশাদার হতে পারেনি। এই নিয়ে যেমন লিখেছেন তেমনি আবার লিখেছেন পুজোর সময় সরকারি হল বন্ধ রাখার প্রতিবাদ করে অথবা রঙ্গমঞ্চে আগুন লাগার ঘটনাকে মনে রেখে। বামফ্রন্টের বিদায় এবং তৃণমূল সরকারের আগমন পর্বে যেসব বিজ্ঞজন বড় ভূমিকা নিয়েছিলেন বিভাস চক্রবর্তী ছিলেন তাঁদের অন্যতম। সে বিষয়েও লেখা আছে এই গ্রন্থে। বিভাস চক্রবর্তীর এই লেখাগুলি সাধারণভাবে আকারে ছোট। তাত্ত্বিক বিশ্লেষণে কোনও একটি বিষয়ের অংশ ছাড়িয়ে ছাড়িয়ে তার অন্তস্থলকে বার করার অধ্যাপকীয় ধরন তার নয়। এইটুকু বলা যায় আমাদের সময়ের একজন শ্রেষ্ঠ নাট্য জন তাঁর চারপাশকে কেমন চোখে দেখছেন তা বুঝবার অবকাশ পাওয়া যাবে এই সংকলনে।
 
 এই বইটি সংগ্রহে থাকলে বাংলা নাটকের একটা চরিত্র মোটামুটি স্পষ্ট হবে।
