আজকাল ওয়েবডেস্ক: রূপ ও স্বাস্থ্য ভাল রাখতে এখন অনেকেই ফিরে যাচ্ছেন প্রকৃতির কাছে। রাসায়নিক পদার্থের পরিবর্তে প্রাকৃতিক ভাবে আহরিত বিভিন্ন জিনিসের ব্যবহার ক্রমেই বাড়ছে। সেই তালিকায় থাকবে রোজমেরি তেলের নামও। এটি রোজমেরি গাছের পাতা থেকে তৈরি একটি অপরিহার্য তেল। এটি সুগন্ধি এবং ঔষধি গুণাবলীর জন্য পরিচিত। অনেকেই মনে করেন, মাথার চুলের স্বাস্থ্যের জন্য রোজমেরি তেল খুবই উপকারী।
কী কী ভাবে চুল ভাল রাখে এই তেল?
* চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে: রোজমেরি তেল মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, যা চুলের ফলিকলে পুষ্টি সরবরাহ করে এবং চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে।
* চুল পড়া কমায়: রোজমেরি তেলে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে, যা চুল পড়া কমাতে সাহায্য করে।
* খুশকি দূর করে: রোজমেরি তেলের অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি কমাতে সাহায্য করে।
* চুল ঘন করে: নিয়মিত ব্যবহারে, রোজমেরি তেল চুল ঘন করতে সাহায্য করে।
* মাথার ত্বকের স্বাস্থ্য ভাল রাখে: রোজমেরি তেল মাথার ত্বকের বিভিন্ন সমস্যা যেমন চুলকানি এবং শুষ্কতা কমাতে কাজে লাগতে পারে।
ব্যবহারের পদ্ধতি:
* রোজমেরি তেল সরাসরি মাথার ত্বকে মালিশ করা যেতে পারে।
* শ্যাম্পু বা কন্ডিশনারের সঙ্গে কয়েক ফোঁটা রোজমেরি তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন।
* রোজমেরি তেল অন্য কোনও তেলের সঙ্গে মিশিয়েও ব্যবহার করা যেতে পারে।
সতর্কতা:
* রোজমেরি তেল ব্যবহারের আগে, ত্বকের সংবেদনশীলতা পরীক্ষা করা উচিত। সবার এই তেল সহ্য হয় না।
* অন্তঃসত্ত্বা এবং স্তন্যদানকারী মহিলাদের রোজমেরি তেল ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
