আজকাল ওয়েবডেস্ক: একটা সময় মাথার টাক মানেই ছিল আত্মবিশ্বাসের ঘাটতি, সামাজিক বিদ্রূপ, কিংবা আড়ালে হাসাহাসির কারণ। কিন্তু সময় বদলেছে। এখন টাক শুধু স্বাভাবিকই নয়, বরং পুরুষদের মধ্যে একটি সাহসী এবং স্টাইলিশ লুকের প্রতীক হয়ে উঠেছে। হলিউড থেকে বলিউড, কর্পোরেট অফিস থেকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার—সর্বত্র টাক মাথার পুরুষদের স্টাইল আজ প্রশংসিত।

তবে হ্যাঁ, এই লুক বজায় রাখতে গেলে প্রয়োজন বিশেষ যত্ন ও পরিচর্যা। কারণ, টাক মাথা উন্মুক্ত— রোদ, ধুলো, ঘাম সবেরই সরাসরি প্রভাব পড়ে সেখানে। তাই জানুন এমন পাঁচটি উপায়, যা মাথার ত্বককে সুস্থ, চকচকে এবং আকর্ষণীয় রাখবে।

১. রোদে বেরনোর আগে ব্যবহার করুন সানস্ক্রিন

টাক মানেই উন্মুক্ত ত্বক, আর রোদ মানেই অতিবেগুনি রশ্মির আক্রমণ। রোদে বেরোনোর আগে মুখের সঙ্গে সঙ্গে মাথার ওপরও সানস্ক্রিন লাগানো একান্ত জরুরি। কমপক্ষে ৩০ এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন, এবং রোদে থাকলে প্রতি ২ ঘণ্টা অন্তর তা পুনরায় লাগান। না হলে টাক রোদ পুড়ে কালচে দাগ, ছুলি কিংবা পিগমেন্টেশনের সমস্যা দেখা দিতে পারে।


২. ময়শ্চারাইজার দৈনন্দিন বন্ধু

মাথার ত্বক শুষ্ক হলে তা দেখতে খসখসে লাগে এবং নানা রকম চুলকানি বা ফ্লেকি স্ক্যাল্পের সমস্যা শুরু হয়। প্রতিদিন স্নানের পর একটি হালকা, অ্যালকোহল-মুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করুন মাথার ত্বকে।

৩. সঠিকভাবে শেভ করুন মাথা

যাঁরা পুরোপুরি ক্লিন শেভ করা লুক বজায় রাখতে চান, তাঁদের জন্য মাথা শেভ করাটা একটি রুটিন কাজ। তবে এই কাজই যদি ভুলভাবে করা হয়, তবে কাটাছেঁড়া, ইনগ্রোন হেয়ার বা র‍্যাশের সমস্যা দেখা দিতে পারে। তাই, শেভ করার আগে গরম জলে ভিজিয়ে নিন মাথার ত্বক, ব্যবহার করুন শেভিং জেল বা ক্রিম, এবং অবশ্যই একটি ভাল মানের রেজর। শেভ করার পর অ্যান্টিসেপটিক লোশন বা অ্যালোভেরা-যুক্ত আফটারশেভ লাগানো উচিত।

৪. নিয়মিত এক্সফোলিয়েট করুন মাথার ত্বক

টাক থাকলে মাথার ত্বকে মৃত কোষ জমে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। সপ্তাহে অন্তত এক থেকে দুই বার স্ক্যাল্প স্ক্রাব বা জেন্টল এক্সফোলিয়েটর দিয়ে মাথার ত্বক পরিষ্কার করুন। এতে রোমছিদ্র বন্ধ হয়ে যাবে না, এবং ঘাম বা ধুলো জমে ব্রণ কিংবা চুলকানি হবে না। এক্সফোলিয়েশনের ফলে ত্বক থাকবে মসৃণ এবং উজ্জ্বল।

৫. স্টাইলের জন্য ব্যবহার করুন শাইন বাম বা স্ক্যাল্প অয়েল

টাক মাথাকে আরও আকর্ষণীয় করে তুলতে হলে শুধু পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেই হবে না, চাই একটু শাইন বা উজ্জ্বলতা। বাজারে এখন বিভিন্ন ধরনের স্ক্যাল্প শাইন বাম পাওয়া যায়, যা মাথায় হালকা চকচকে ভাব আনে কিন্তু তৈলাক্ত করে না। চাইলে প্রাকৃতিক নারকেল তেল বা জোজোবা অয়েলও ব্যবহার করতে পারেন, তবে অল্পমাত্রায়। এতে মাথার ত্বক থাকবে হাইড্রেটেড, আর লুক হবে গ্লোয়িং।

সবমিলিয়ে, টাক আজ আর কোনও গোপন রাখার বিষয় নয়, বরং নিজের ব্যক্তিত্বের প্রকাশ। যত্ন সহকারে এই লুককে নিয়মিত পরিচর্যা করলে তা শুধু নজর কাড়বে না, বরং হয়ে উঠবে স্টাইল স্টেটমেন্ট। আর মনে রাখবেন, আত্মবিশ্বাসই টাক মাথার আসল মুকুট।