আজকাল ওয়েবডেস্ক: অ্যাভোকাডো একসময় বঙ্গ বাড়িতে ‘বহিরাগত’ বলেই পরিচিত ছিল। কিন্তু নিজগুণেই আজ তার কদরের শেষ নেই। অনেকেই নিয়ম করে এই স্বাস্থ্যকর ফল খান। তবে জানেন কি শুধুমাত্র সুপারফুড হিসাবে নয়, চুলের যত্নেও এটি অত্যন্ত উপকারী? এতে থাকা ভিটামিন ই, ভিটামিন বি, বায়োটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট চুল পড়া কমাতে এবং চুলের গোড়া মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ব্যবহার করার পদ্ধতি
১. একটি পাকা অ্যাভোকাডো চটকে তাতে ১ টেবিল চামচ নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করুন।
২. এটি স্ক্যাল্পে ভালভাবে লাগিয়ে হালকা হাতে ৫–১০ মিনিট মালিশ করুন।
৩. এরপর ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে মাথা ভাল করে ধুয়ে ফেলুন।

এই হেয়ার প্যাক সপ্তাহে ২ বার ব্যবহার করলে চুল পড়া উল্লেখযোগ্যভাবে কমে এবং চুল ঝলমলে ও ঘন হয়। অ্যাভোকাডো মাথার ত্বকের রক্তসঞ্চালন বাড়িয়ে চুলের ফলিকলকে পুনরুজ্জীবিত করে। তবে যাদের স্ক্যাল্পে অ্যালার্জির সমস্যা আছে কিংবা ত্বক অতিরিক্ত স্পর্শকাতর তাঁরা এই প্যাক ব্যবহার করার আগে অল্প জায়গায় লাগিয়ে পরীক্ষা করে নেবেন।