আজকাল ওয়েবডেস্ক: করসেট এখন ফ্যাশনে ইন। দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে ভূমি পেডনেকের, অনন্যা পাণ্ডে সকলেই গা ভাসিয়েছেন সেই ট্রেন্ডে। আপনিও চাইছেন সেই ট্রেন্ডে নজরকাড়া হয়ে উঠতে? সেক্ষেত্রে প্রথমেই আপনাকে জানতে হবে কর্সেট স্টাইলিংয়ের খুঁটিনাটি। শরীরের গড়ন অনুযায়ী কীভাবে এই পোশাক পরবেন? জেনে নিন বলিউড ডিভাদের লুক থেকে -
ভূমি পেডনেকর এই করসেট লুকটি বেছে নিয়েছেন নাইট পার্টির জন্য। সেক্ষেত্রে পোশাকের রং হোক কালো। লেস স্কার্টের সঙ্গে আপনি করসেট পরতে পারেন। সাজে বোহেমিয়ান ভাইবস যোগ করতে বা গ্ল্যাম-ক্যাজুয়াল লুক পেতে উইংড আইলাইনার আর মুক্তোর গয়না বেশ মানানসই।
বোল্ড লুক পেতে দীপিকা পাড়ুকোনের মতো সাদা করসেট বেছে নিতে পারেন। হাই ওয়েস্ট প্যান্টের সঙ্গে প্লাঞ্জ নেকলাইনের করসেট বেছে নিন। সাজ সম্পূর্ণ করুন বোল্ড স্মোকি আইজ লুক দিয়ে। এই পোশাকের সঙ্গে স্টেটমেন্ট জুয়েলারিতে আপনিই হয়ে উঠবেন পার্টির মধ্যমণি।
জাহ্নবী কাপুরের মতো শিমারি করসেট গাউন বেছে নিতে পারেন বন্ধুর বিয়ের ব্যাচেলর পার্টিতে। কিংবা ঝকঝকে ফ্লোয়িং, ড্রেপ করা ম্যাক্সি স্কার্টের সঙ্গে সিক্যুইন করসেট টপ পরুন। এর সঙ্গে সাজ হবে মিনিম্যাল। কানে হিরের স্টাড, ন্যুড শেডের স্যান্ডেল ও নো-মেকআপ লুক।
বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য প্যাস্টেল শেডের করসেট বেছে নিন। সঙ্গে পরুন প্লে-ফুল কার্গো প্যান্ট।
পরতে পারেন অনন্যা পাণ্ডের মত স্ট্র্যাপলেস করসেট ড্রেস। সঙ্গে খোলা চুল, বোল্ড লিপস্টিক আর স্টিলেটো।
আপনার করসেট টপ নির্বাচন করার সময়, অগ্রাধিকার দিন কমফর্ট ফ্যাক্টরে। বুস্টিয়ার থেকে করসেট ক্রপ টপ - স্টাইলিংয়ের জন্য আছে অনেক কিছুই। আপনি যাতে আত্মবিশ্বাসী সেটাই পরুন। আপনার অভ্যন্তরীণ ফ্যাশনিস্তাকে ডানা মেলে উড়তে দিন নিজের মতো করেই।
ভূমি পেডনেকর এই করসেট লুকটি বেছে নিয়েছেন নাইট পার্টির জন্য। সেক্ষেত্রে পোশাকের রং হোক কালো। লেস স্কার্টের সঙ্গে আপনি করসেট পরতে পারেন। সাজে বোহেমিয়ান ভাইবস যোগ করতে বা গ্ল্যাম-ক্যাজুয়াল লুক পেতে উইংড আইলাইনার আর মুক্তোর গয়না বেশ মানানসই।
বোল্ড লুক পেতে দীপিকা পাড়ুকোনের মতো সাদা করসেট বেছে নিতে পারেন। হাই ওয়েস্ট প্যান্টের সঙ্গে প্লাঞ্জ নেকলাইনের করসেট বেছে নিন। সাজ সম্পূর্ণ করুন বোল্ড স্মোকি আইজ লুক দিয়ে। এই পোশাকের সঙ্গে স্টেটমেন্ট জুয়েলারিতে আপনিই হয়ে উঠবেন পার্টির মধ্যমণি।
জাহ্নবী কাপুরের মতো শিমারি করসেট গাউন বেছে নিতে পারেন বন্ধুর বিয়ের ব্যাচেলর পার্টিতে। কিংবা ঝকঝকে ফ্লোয়িং, ড্রেপ করা ম্যাক্সি স্কার্টের সঙ্গে সিক্যুইন করসেট টপ পরুন। এর সঙ্গে সাজ হবে মিনিম্যাল। কানে হিরের স্টাড, ন্যুড শেডের স্যান্ডেল ও নো-মেকআপ লুক।
বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য প্যাস্টেল শেডের করসেট বেছে নিন। সঙ্গে পরুন প্লে-ফুল কার্গো প্যান্ট।
পরতে পারেন অনন্যা পাণ্ডের মত স্ট্র্যাপলেস করসেট ড্রেস। সঙ্গে খোলা চুল, বোল্ড লিপস্টিক আর স্টিলেটো।
আপনার করসেট টপ নির্বাচন করার সময়, অগ্রাধিকার দিন কমফর্ট ফ্যাক্টরে। বুস্টিয়ার থেকে করসেট ক্রপ টপ - স্টাইলিংয়ের জন্য আছে অনেক কিছুই। আপনি যাতে আত্মবিশ্বাসী সেটাই পরুন। আপনার অভ্যন্তরীণ ফ্যাশনিস্তাকে ডানা মেলে উড়তে দিন নিজের মতো করেই।
