আজকাল ওয়েবডেস্ক: প্রথম দেখাতেই নার্সকে প্রেমপত্র যুবকের। কিন্তু চিড়ে ভিজল না। ক্ষুব্ধ নার্স সোজা পুলিশের কাছে খবর দিলেন। এরপরেই গ্রেপ্তার হলেন যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বজবজ ইএসআই হাসপাতালে। মহেশতলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত।
জানা গিয়েছে, চলতি সপ্তাহের সোমবার নাইট ডিউটি করছিলেন ওই হাসপাতালের এক নার্স। ডিউটি সেরে যখন মঙ্গলবার ভোরে তিনি চেঞ্জিং রুম-এ যান তখন খেয়াল করেন মেঝেতে একটি কাগজ পড়ে আছে এবং সেখানে কিছু লেখা। ভালো করে দেখতে গিয়ে তিনি দেখেন কাগজে লেখা আমি তোমাকে ভালোবাসি। প্রথম দেখাতেই তোমায় ভালোবেসে ফেলেছি। রীতিমতো নিজের পরিচয় দিয়েই চিঠিটি লিখেছিলেন ওই অভিযুক্ত। চিঠিতে একেবারে ওপরে লেখা 'আমার নাম শেখ সাহানুর'।
না, নার্সের মন একেবারেই গলেনি। উল্টে ক্ষুব্ধ হয়ে তিনি বিষয়টি হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য নার্সদের জানান। খোঁজ করে তাঁরা জানতে পারেন, ওই যুবকের বাবা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে ধরাও হয়। অবশেষে স্থানীয় মহেশতলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। হাসপাতালের একটি সূত্র জানায়, ঘটনার পর থেকে নার্স ও হাসপাতালের অন্যান্য মহিলা কর্মীরা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কার্যত আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর পর থেকেই রাজ্য সরকার তাদের সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে। জেলায় জেলায় পুলিশের তরফে বিভিন্ন সরকারি হাসপাতালে পুলিশের চৌকি তৈরি করা হচ্ছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হয়েছে। সেখানে সিসিটিভি বসানো বা বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
