আজকাল ওয়েবডেস্ক: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক ব্যানার্জি। এদিন মঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রথম থেকেই একের পর এক ইস্যু নিয়ে বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। নির্বাচন কমিশনের নতুন ডিক্লারেশনের পর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বাংলা বলা নিয়ে যে মন্তব্য করেন তাঁর বিরুদ্ধে অভিষেক বলেন, ‘আসামের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় কথা বললে তাঁরা বাংলাদেশি। আমি বলছি, ১০০ বার বাংলায় কথা বলুন। গর্ব করে বলুন আপনি বাঙালি। এবার থেকে সাংসদেও বাংলায় কথা বলব। আগে ১০ বার বললে এবার থেকে ৫০০ বার বলব। আমরা বাংলার সন্তান’। তাঁর কথায়, ‘বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়। বিজেপিকে আমরা ২০২৬ সালের ভোটের পর ওই ক্যাম্পে নিয়ে যাব। বিজেপিকে কোনও জায়গা ছাড়া চলবে না।’

এদিন বক্তৃতার শুরু থেকে ২০২৬ সালের নির্বাচন প্রসঙ্গেও মুখ খোলেন অভিষেক। বলেন, ‘তৃণমূল বিজেপির সঙ্গে লড়াই করলেও বিজেপির কাছে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই রয়েছে। তারপরেও তারা বাংলায় ছাপ ফেলতে পারেনি। তার কারণ তৃণমূলের মতো কর্মী বিজেপিতে নেই আর হবেও না। ২০২৪ সালে আমরা বলেছিলাম ২০২৬ ভোটের জন্য প্রস্তুত হন। আজ থেকে ১৭ মাস আগে ব্রিগেড ভরিয়ে দিয়েছিলাম আমরা। সেদিন তৃণমূল বলেছিল জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। বিজেপি ২০১৯ সালের ভোটের আগে এই কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপি। ভোটের লড়াইয়ে জিততে না পেরে গরীবকে ভাতে মারার চেষ্টা করেছে বিজেপি, আবাস যোজনার টাকা আটকে রেখেছিল। তার ফল দেখা গিয়েছে ২০২৪ সালের ভোটে’।

আরও পড়ুন: ধর্মতলায় জনজোয়ার, তৃণমূলের 'মেগা একুশে' নজর ২৬-এর নির্বাচন, কী বার্তা দেবেন নেত্রী মমতা? নজর বঙ্গবাসীর

এখানেই শেষ নয়, আগামী বিধানসভা ভোটের আগে বিজেপিকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক। কিছুদিন আগে নরেন্দ্র মোদি দুর্গাপুরে সভা করতে এসে নাম নিয়েছিলেন মা দুর্গা, মা কালীর। সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, ‘আগে জয় শ্রী রাম বলত, এখন মা কালী, মা দুর্গার নাম করছে।  আর ১০ মাস পর জয় বাংলা বলবে। আমি বলছি ২০২৬ সালে জয় বাংলা বলাব’। তবে আগামী ভোটের আগে কর্মীদের সতর্কও করে দিয়েছেন অভিষেক। বার্তা দিলেন, ‘আত্মতুষ্টি নয়, লড়াই এখনও বাকি আছে, উৎসাহ, উদ্দীপনা ধরে রাখতে হবে’।

আরও পড়ুন: কর্মীদের এক টাকা করে অনুদান, শহিদ ঝন্টু শেখ এবং নিহত বিতান অধিকারীর পরিবারকে এক লক্ষ টাকা তুলে দিলেন মমতা

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে চুপ করে থাকবে না তৃণমূল। দরকার পড়লে ভোটার তালিকা নিয়ে দিল্লিতে যাবে তৃণমূল। অভিষেক বলেন, '১০০ দিনের কাজের টাকা যখন বিজেপি আটকে রেখেছিল তখন আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিলাম। এবারেও তাই করব'। বিধানসভা নির্বাচনের আগে দলের নতুন স্লোগান নিয়েও মুখ খোলেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'। বলেন, 'বিজেপির কাছে একদিকে ইডি, একদিকে ইসি। একদিকে ইডি লাগিয়ে বিরোধীদের জব্দ করে জেলে ঢুকিয়ে দিচ্ছি, অন্যদিকে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে।  ২০২১ সালের ভোটের আগে আমি বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে'।