আজকাল ওয়েবডেস্ক

 

 

গ্রেপ্তারির পরেই স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করেছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে শোকজ নোটিশ পেলেন সন্দীপ ঘোষ। তিন দিনের মধ্যে তাঁকে যথাযথ কারণ দর্শাতে বলা হয়েছে। সন্দীপ ঘোষের সঙ্গে সঙ্গে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দেকেও। জানিয়ে দেওয়া হয়েছে আপাতত কাউন্সিলের কোনও মিটিংয়ে তাঁরা থাকতে তো পারবেনই না, তিন দিনের মধ্যে কারণ দেখাতে না পারলে তাঁদের লাইসেন্স বাতিল করে দেওয়া হতে পারে। 

 

 

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর তদন্ত হাতে নিয়েছে সিবিআই। তারপরেই হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এবার শোকজ নোটিশ পাঠিয়ে মেডিক্যাল কাউন্সিল জানিয়েছে, যে সমস্ত অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে তার ব্যাখা দিতে হবে সন্দীপকে তাও আবার তিনদিনের মধ্যে। নয়তো লাইসেন্স বাতিল করে দেওয়া হতে পারে সন্দীপ ঘোষের। প্রসঙ্গত, আরজি করের ঘটনায় উত্তাল হয়েছে গোটা দেশ।

 

 

গত ৯ আগস্ট ঘটনার পর একমাত্র গ্রেপ্তারি করেছে কলকাতা পুলিশ। অভিযুক্ত সঞ্জয় রায় বর্তমানে জেল হেফাজতে। নাম উঠে এসেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেরও। সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর একাধিক বার তাঁকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। সামনে এসেছে আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া একাধিক আর্থিক দুর্নীতির ছবি। সেই মর্মেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে জেরা করে আরও তথ্য সামনে আনার চেষ্টা চলছে।