আজকাল ওয়েবডেস্ক: নীলরতন সরকার (এনআরএস) হাসপাতালের অধ্যক্ষেরর নামে ভুয়ো মেল তৈরি করার অভিযোগ। সেই মেল থেকে কলেজের একাধিক অধ্যাপক ও চিকিৎসকের কাছে ১৫ হাজার টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ। আর সেই ইমেল ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে এনআরএস হাসপাতালে। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেল।
চিকিৎসকদের অভিযোগ, অধ্যাপক পিতবরণ চক্রবর্তী মেল-এ লিখেছেন, তিনি মিটিংয়ে রয়েছেন। তাঁকে যেন ১৫ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হয়। তিনি এই টাকা আজকে দিন শেষ হওয়ার আগে ফেরত দিয়ে দেবেন। মেল-এর বিষয়বস্তু দেখেই আতঙ্কের সৃষ্টি হয়। কমপক্ষে ১২ থেকে ১৫ জন চিকিৎসককে এ ধরনের মেল পাঠানো হয়েছে বলে অভিযোগ।
যে সকল চিকিৎসকরা মেল পেয়েছিলেন তাঁরা সোমবার অধ্যক্ষের কাছে অভিযোগ জানান। এই ধরণের অভিযোগ ওঠায় ক্ষোভ প্রকাশ করেন খোদ অধ্যক্ষও। অভিযোগ পাওয়া মাত্র অধ্যক্ষের তরফ থেকে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে, যুগ্ম কমিশনার (ক্রাইম)-কে। সাইবার ক্রাইম বিভাগ থেকে এ বিষয়ে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে অধ্যক্ষের কাছে।
এই ঘটনা নিয়ে অধ্যক্ষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "বিষয়টা নিয়ে আমিও যথেষ্ট ধোঁয়াশায় এবং আতঙ্কিত। পুরো বিষয়টা আমিও জানি না। চিকিৎসকদের অভিযোগের পরেই জানতে পারলাম। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলকে মেল করে আমি অভিযোগ জানিয়েছি। পুলিশ গোটা বিষয়টা তদন্ত করছে।"
