আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার ষষ্ঠী। রবিবার দশমী। ২০২৪ এর পুজো শুরু হতে না হতেই জানা গেল ২০২৫ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। আগামী বছর এগিয়ে আসছে পুজো। 
আগামী বছর ২১ সেপ্টেম্বর পড়েছে মহালয়া। আর সেটা রবিবার। ফলে একটা ছুটি গেল। দুর্গাপুজোর ষষ্ঠী পড়েছে রবিবার। অর্থাৎ ২৮ সেপ্টেম্বর। সেদিনটাও রবিবার। আর ২ অক্টোবর দশমী। অর্থাৎ গান্ধীজয়ন্তীর ছুটিও গেল মার। আর লক্ষ্মীপুজো পড়েছে আগামী বছর ৬ অক্টোবর। সোমবার।


এবার অষ্টমী, নবমী একদিনে পড়ে যাওয়ায় পুজোর একটা ছুটি মার গিয়েছে। আগামী বছর একাধিক ছুটি নষ্ট হতে চলেছে।