আজকাল ওয়েবডেস্ক: পুজো শেষ হলেই ধীরে ধীরে শীত পড়বে বাংলায়। আর শীতকালে পর্যটকদের কথা মাথায় রেখে এখন থেকেই আলিপুর চিড়িয়াখানাকে নতুন করে সাজিয়ে তুলছে কর্তৃপক্ষ। গত বছর থেকেই ঢেলে সাজানো হয়েছে চিড়িয়াখানাকে। আর এবার শীত পড়ার আগে নতুন পশু নিয়ে আসা হল চিড়িয়াখানায়।

 

শীতের মরসুমে আমজনতার পিকনিক করার অন্যতম জায়গা আলিপুর চিড়িয়াখানা। এবার শীতে বেড়াতে গেলে বাঘ, সিংহ তো বটেই তার সঙ্গে দেখা মিলবে আরও বেশ কয়েকটি নতুন প্রাণীর। মঙ্গলবার চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একজোড়া জিরাফের বদলে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে চারটি ইগুয়ানা। ভারতে সহজে দেখা মেলে না এই প্রজাতির গিরগিটির।

 

ক্যারিবিয়ান এবং মেক্সিকোর উপকূলীয় এলাকায় দেখা যায় ইগুয়ানা। পাশাপাশি নিয়ে আসা হচ্ছে দু’জোড়া মনিটর লিজার্ড। ভুবনেশ্বরের নন্দনকানন থেকে নিয়ে আসা হচ্ছে এক জোড়া জলহস্তী, এক জোড়া সোয়াম্প হরিণ, চারটি অ্যান্টিলোপ এবং পাঁচটি হরিণ। এর আগে আরও এক দফায় দুটি সিংহ, একটি বাঘিনী, একজোড়া হিমালয়ান ভাল্লুক নিয়ে আসা হয়েছে আলিপুর চিড়িয়াখানায়।