আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার পাঁচ দফা দাবি নিয়ে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্যের ২৬টি মেডিক্যাল কলেজের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন এখানে। আর আন্দোলন চারদিনে পা দেওয়ার দিনেই জুনিয়র ডাক্তারদের ধর্না নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এক সেখানে এক অডিও ক্লিপ প্রকাশ করেন কুণাল।(অডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন) তাঁর দাবি, একটি বাম এবং আর একটি অতি বাম সংগঠনের মধ্যে ষড়যন্ত্র চলছে। জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে হামলা করলে বর্তমান পরিস্থিতিতে আঙুল উঠবে রাজ্য সরকারের দিকেই।

 

 

কুণাল যে অডিও প্রকাশ্যে এনেছেন তাতে শোনা যাচ্ছে এক ব্যক্তি বলছেন, সাহেব অর্ডার করেছে সল্টলেক ওড়ানোর জন্যে। অর্ডার করলে উড়িয়ে দে। অন্য ব্যক্তি বলছেন, পার্টনাররা তো প্রশ্ন করছে। এত বছর ধরে এই কাজ করছি। তবে এবার বিবেকে লাগছে। ওনারা তো লোকের জীবন বাঁচান। কুণালের দাবি, বাম সংগঠনের তরফেই এই অডিও ক্লিপ তাঁর কাছে এসেছে। জানিয়েছেন, হামলাকারীরা কলকাতার ছেলে নয়, বাইরের। সঙ্গে তিনি এও প্রশ্ন তুলেছেন, বাইরে থেকে যাঁরা খাবার দিতে আসছেন সেই খাবার দেওয়াতে প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি করা হোক।

 

 

যদি কেউ খাবারে কিছু মিশিয়ে দেয়। সে কারণেই স্বাস্থ্য ভবনের সামনে বহিরাগতদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করুক প্রশাসন। উল্লেখ্য, বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য গিয়েছিলেন ডাক্তারদের ৩২ জনের একটি প্রতিনিধি দল। কিন্তু লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা দেখা দেওয়ায় বৈঠক হয়নি। চিকিৎসকরা ফিরে আসেন স্বাস্থ্য ভবনের সামনে। কুণালের দাবি ছিল, এই বৈঠক ভেস্তে যাওয়ার পরেই হামলার ছক কষা হয়েছিল। যাতে পুরো দায়টা গিয়ে পড়ে রাজ্য সরকারের ওপর। এই বিষয়ে পুলিশকেও সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি।