আজকাল ওয়েবডেস্ক: বুধবার কোনও বাংলা বনধ হবে না। দাবি করলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ও নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, চক্রান্ত ভেস্তে গিয়েছে বলেই ধর্মঘটের ডাক। প্রসঙ্গত, মঙ্গলবার 'ছাত্র সমাজ'- এর নবান্ন অভিযান ঘিরে ব্যাপক গোলমাল হয় হাওড়া ও কলকাতায়। এই অবস্থায় রাজ্য বিজেপির তরফে ১২ ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়। 

এদিন এই অভিযান ঘিরে দফায় দফায় ও জায়গায় জায়গায় সংঘর্ষ বাঁধে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে। বিক্ষোভকারীদের ছোঁড়া ইঁটের আঘাতে মাথা ফাটে পুলিশের। পাল্টা লাঠি চালিয়ে ও টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। প্রতিবাদে বুধবার ধর্মঘটের ডাক দেয় বিজেপি। 

ধর্মঘট প্রসঙ্গে কুণাল বলেন, ধর্মঘট হবে না। রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, '২৮ আগষ্ট বাংলা বনধ ব্যর্থ করুন। সবাই দেখেছেন, আজ বিজেপির গুন্ডারাই হামলা, ব্যারিকেড ভাঙা, পুলিশকে আক্রমণ করেছে।' 

এদিনের অভিযানে পুলিশের ভূমিকা প্রসঙ্গে কুণালের দাবি, 'পুলিশ জখম। তবু সংযত।' বিক্ষোভকারীদের প্রতি তাঁর অভিযোগ, 'ওরাই গোলমাল করেছে। ওরাই অচলাবস্থার জন্য বনধ ডাকছে‌।' বনধ ব্যর্থ করার আহ্বান জানিয়ে কুণাল বলেন, 'এই বনধ ব্যর্থ করুন। জনজীবন স্বাভাবিক রাখুন।' নিজের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার)-এ বিষয়টি পোস্ট করেন কুণাল। 

প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানে ছাত্র সমাজ নাম দিয়ে আয়োজনের পর বামেরা পরিষ্কার জানিয়ে দেয়, এই মিছিলের সঙ্গে তাদের কোনও যোগ নেই। সোমবার অভিযানের দুই উদ্যোক্তা তাঁদের সঙ্গে বিজেপি ও আরএসএস যোগাযোগের বিষয়টি স্বীকার করে। এদিনের অভিযানেও বিজেপি নেতাদের পথে নামতে দেখা গিয়েছে।