আজকাল ওয়েবডেস্ক : আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফের রাত দখলের ডাক। আগামী ৮ সেপ্টেম্বর রবিবার ফের রাত দখল করতে পথে নামবেন মেয়েরা। মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার এক মাসের মাথায় এই কর্মসূচির ডাক দেওয়া হল। ১৪ আগস্ট রাত দখল করতে পথে নেমেছিলেন মেয়েরা।
সেদিন রাত দখলের ডাক যারা দিয়েছিলেন এবারেও ফের তাঁরাই রাত দখলের ডাক দিলেন। সমাজের সমস্ত স্তরের মানুষকে এবারেও রাত দখলে ডাক দেওয়া হয়েছে। আরজি কর কাণ্ডে প্রায় প্রতিদিনই কোনও না কোনও প্রতিবাদ কর্মসূচি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সোমবার ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তাই তার আগের দিন রাতে এই কর্মসূচি ফের নেওয়া হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। তবে সেদিন শুনানি হয়নি। সেই শুনানির আগের দিন রাতেও রাত ৯ টা ১০ টা পর্যন্ত ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বেলে প্রতিবাদে সরব হয়েছিলেন সমাজের সর্বস্তরের মানুষ। আগামী সোমবার দেশের সর্বোচ্চ আদালতে ফের আরজি কর মামলার শুনানি হবে। তাই তার আগের দিন ফের রাত দখলের ডাক দেওয়া হল।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুম থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর কেটে গিয়েছে অনেকগুলি দিন। রাজ্য সরকারের হাত থেকে ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। দেশের সর্বোচ্চ আদালতের দিকে এবার তাকিয়ে সকলেই।
