আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই ২১ জুলাই। সোমবার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে বিরাট জমায়েতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, শাসক দলের এই বিশাল কর্মসূচিকে কেন্দ্র করে জেলা থেকেও মানুষ আসবেন। ফলে, শহরের লঞ্চঘাট থেকে শুরু করে হাওড়া, শিয়ালদা থেকেও প্রচুর মানুষ আসবেন ধর্মতলার উদ্দেশ্যে। সে কারণে শহরের রাস্তায় যানজট এড়াতে কলকাতা পুলিশের তরফে নেওয়া হয়েছে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থাপনা। যানজট এড়াতে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে।

ইতিমধ্যেই কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে শহরে যেন কোনওভাবে যানজট না হয়। সেই নির্দেশ মেনেই লালবাজারের তরফে জারি হয়েছে কঠোর নির্দেশিকা। কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা এদিন যান নিয়ন্ত্রণ নিয়ে নির্দেশিকা জারি করেন। এর আগে তাঁর নেতৃত্বে কলকাতা পুলিশের বিশেষ টিম একাধিক এলাকা পরিদর্শন করে। পুলিশের তরফে জানানো হয়েছে, ২১ জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত যাত্রীবাহী গাড়ির উপর নিয়ন্ত্রণ থাকবে এই রাস্তাগুলিতে।

আরও পড়ুন: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, সপ্তাহ ঘুরতেই বাংলা জুড়ে ভারী দুর্যোগ, আগামী সতর্ক করে দিল আলিপুর

আমহার্স্ট স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণমুখী, বিধান সরণি (কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত), কলেজ স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী), ব্রাবোর্ন রোড (উত্তর থেকে দক্ষিণমুখী), স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত), বিবি গাঙ্গুলি স্ট্রিট (পূর্ব থেকে পশ্চিমমুখী), বেন্টিঙ্ক স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তরমুখী), নিউ সিআইটি রোড (পশ্চিম থেকে পূর্বমুখী), রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট পর্যন্ত)। এখানেই শেষ নয়, সোমবার ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে পণ্যবাহী গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে পুলিশ। তবে জরুরি পরিষেবা, এলপিজি, মাছ, মাংসের গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে।

সমাবেশ উপলক্ষ্যে কোনওভাবে যাতে পার্কিং সমস্যা না হয় সে কারণে আগেভাগে এই নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে পুলিশের তরফে। জানানো হয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল ও সংলগ্ন এলাকায় গাড়ি পার্কিং পুরোপুরি নিষিদ্ধ থাকবে। সংলগ্ন এলাকার তালিকায় রয়েছে হেস্টিংস ক্রসিং, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, লাভার্স লেন এবং ক্যাসুরিনা অ্যাভিনিউ। জানানো হয়েছে, ধর্মতলার দিকে যেসব রাস্তায় মিছিল যাবে, সেই সমস্ত রাস্তায় কোনও যানবাহন দাঁড়াতে দেওয়া হবে না। যে কোনও গাড়িকে প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হবে বিকল্প রুটে।

শহরের বড় রাস্তায় কোনওভাবে যানজটের সৃষ্টি হলে ছোট রাস্তাগুলিকে ব্যবহার করে ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন। এর আগে শুক্রবারেই শহর কলকাতার একাধিক রাস্তা পরিদর্শনে বেরিয়েছিলেন সিপি মনোজ ভার্মা। সঙ্গে ছিল কলকাতা পুলিশের বিশেষ দলও। জানানো হয়েছে, সোমবার শহরের যান নিয়ন্ত্রণে কলকাতার রাস্তায় মোতায়েন থাকবে অতিরিক্ত ট্রাফিক পুলিশও। এদিন ধর্মতলায় সভাস্থল দফায় দফায় পরিদর্শন করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। পাশাপাশি, হাইকোর্টের নির্দেশ মেনে কোনওভাবেই যাতে যানজটের সৃষ্টি না হয় খেয়াল রাখা হয়েছে সেদিকেও।