আজকাল ওয়েবডেস্ক: মাটির বাড়িতে কোনওরকমে দিন গুজরান কিশোরের। সেই ছেলের নাম এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন একশোটা সার্টিফিকেট কোর্স। 

 

 

মাত্র কুড়ি বছর বয়সী ওই কিশোরের নাম শুভেন্দু মাঝি। জন্ম আসানসোলে। কলেজ কলকাতায় হওয়ায় থাকেন বাঁশদ্রোনীতে। নেশা বিভিন্ন বিষয়ের ওপর সার্টিফিকেট কোর্স করা। ইতিমধ্যেই সে কাজ করতে গিয়ে ছুঁয়েছেন একশোর মাইলস্টোন। মূলত কোর্স করেছেন কোডিং, এথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি বিষয়ে। 

 

 

ছোট থেকেই খুব কষ্টে মানুষ হয়েছেন শুভেন্দু। আজকাল ডট ইনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মা লোকের বাড়ি কাজ করেই তাকে বড় করে তুলেছেন। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় কখনও খেতে পারেননি, কখনো আবার দুবেলা না খেয়েই কাটিয়েছেন। শুনতে হয়েছে পাড়ার লোকের অনেক গঞ্জনাও। 

 

 

কিন্তু মনে ছিল জেদ। বিভিন্ন বিষয় নিয়ে জানার আগ্রহ ছোট থেকেই। সেই আগ্রহ থেকেই করে ফেললেন ১০০ টি সার্টিফিকেট কোর্স। তাঁর বাড়িতে ইতিমধ্যেই পৌঁছেছে সার্টিফিকেট এবং মেডেল। হাসতে হাসতে জানালেন, এখানেই থামবেন না, ভবিষ্যতে আরও অনেক বিষয়ে কোর্স করার ইচ্ছে রয়েছে তাঁর।