আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে অবিক্রিত থাকার পর অবশেষে দল পেতে চলেছেন শার্দূল ঠাকুর। লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে দেখা যাবে ভারতীয় অলরাউন্ডারকে। ২০২৫ আইপিএল মরশুমের শুরু থেকেই দলের সঙ্গে রয়েছেন শার্দূল। তাঁকে সই করানো প্রায় নিশ্চিত ছিল। এবার তাতে সিলমোহর পড়ল। মহসিন খানের জায়গায় নেওয়া হচ্ছে তাঁকে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে শার্দূলকে জানিয়ে দেওয়া হয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের ওপেনিং ম্যাচ খেলতে দলের সঙ্গে বিশাখাপত্তোনোম যাবেন তারকা অলরাউন্ডার। এসিএলে চোট পান মহসিন। যার ফলে গত তিন মাস ক্রিকেটের বাইরে। তারপর লখনউ সুপার জায়ান্টসের নেটে বল করা শুরু করেন। কিন্তু কাফ মাসেলে টান ধরে। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন। যার ফলে পরিবর্তের নাম ঘোষণা করতে বাধ্য হয় লখনউ ম্যানেজমেন্ট। 

একাধিক ভারতীয় পেসার রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দলে। তবে চোটের জন্য এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি আকাশ দীপ, আবেশ খান এবং মায়াঙ্ক আগরওয়াল। তারমধ্যে আকাশ দীপ এবং মায়াঙ্ক এখনও বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। হাঁটুর চোট সারিয়ে এখনও দলে ফেরেনি আবেশ। মায়াঙ্ক নেটে বল করা শুরু করেছে, তবে ফিট হতে এখনও দেরী আছে। গত অক্টোবরের পর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। শেষপর্যন্ত এনসিএর ক্লিয়ারেন্স পেয়ে গেলে সেটা মিরাকেল হবে। প্রধান পেসারদের অনুপস্থিতিতে পেসের দায়িত্ব শার্দূলের ওপর থাকবে। বিদেশি পেসারদের মধ্যে একমাত্র রয়েছেন শামার জোসেফ।