আজকাল ওয়েবডেস্ক: আগের বছর মাঠের মাঝে দাঁড়িয়ে কেএল রাহুলকে তুলোধোনা করার সেই ছবি এখনও ক্রিকেটপ্রেমীদের মন থেকে মুছে যায়নি। তারই মধ্যে আরও একটি কীর্তি করে ফেললেন সঞ্জীব গোয়েঙ্কা। ঘটালেন তার পুনরাবৃত্তি। এবার নিশানায় ঋষভ পন্থ। লখনউ সুপার জায়ান্টসের প্রথম তিন ম্যাচে ডাহা ব্যর্থ। নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। ফ্যানরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় '২৭ কোটির ফ্লপ' তকমা দিয়ে দিয়েছে উইকেটকিপার ব্যাটারকে। তিন ম্যাচের মধ্যে দুটো হার। ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ে লখনউ। দ্বিতীয় হারের পর মাঠেই পন্থকে কঠিন প্রশ্নের মুখে ফেললেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার। 

দলের অধিনায়কদের প্রকাশ্যে প্রশ্ন করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন কলকাতার শিল্পপতি। আগের বছর কেএল রাহুলের ক্ষেত্রে যা দেখা গিয়েছিল। এবারও তারই পুনরাবৃত্তি ঘটে। মরশুমের প্রথম ম্যাচে দিল্লির কাছে হারের পর পন্থকেও প্রশ্নের মুখে পড়তে হয়। তারপর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে ফেরে লখনউ। কিন্তু মঙ্গলবার পাঞ্জাবের কাছে আবার হার। ম্যাচ শেষে মাঠেই পন্থের সঙ্গে কথা বলতে দেখা যায় লখনউয়ের কর্ণধারকে। যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। পন্থের দিকে আঙুল তুলেও কথা বলতে দেখা যায় গোয়েঙ্কাকে‌। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। লখনউয়ের মালিকের চোখে-মুখ ছিল বিরক্তির ছাপ। নেটমাধ্যমে একজন লেখেন, 'আইপিএলের সবচেয়ে জঘন্য মালিক। প্রত্যেক ম্যাচের পর পন্থের সঙ্গে গম্ভীর হয়ে কথা বলতে দেখা যাচ্ছে। ক্রিকেটীয় সিদ্ধান্তে একটু বেশিই নাক গলাচ্ছেন।' ম্যাচ শেষে ঋষভ মেনে নেন, লখনউয়ের আরও ২০-২৫ রান বেশি করা উচিত ছিল।