আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টসের কাছে পাঁচ উইকেটে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। শক্তিশালী হায়দরাবাদকে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পেল লখনউ। ম্যাচের আগে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন হায়দরাবাদকে ফেভারিট হিসেবে ধরা হয়েছিল। বিশেষ করে তাদের শক্তিশালী ব্যাটিং লাইন-আপের কারণে। কিন্তু লখনউ তাদের ১৯০ রানে আটকে রেখে সহজেই ম্যাচ জিতে নেয়। এলএসজির এই জয়ে দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বেশ উচ্ছ্বসিত ছিলেন।
তিনি নিজেও হায়দরাবাদে দলের সঙ্গে উপস্থিত ছিলেন এবং ম্যাচ শেষে অধিনায়ক ঋষভ পন্থকে জড়িয়ে ধরার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ম্যাচের পরের দিন গোয়েঙ্কা নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন। তা র সঙ্গে জনপ্রিয় ‘জিবলি ট্রেন্ড’ অনুসরণ করেন। প্রথম ম্যাচ হারের পর বিতর্ক তৈরি হয়েছিল। মাঠে নেমেই ঋষভ পন্থের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে। তা নিয়ে কম লেখা হয়নি। অনেকেই ভেবেছিলেন, পন্থের উপর হয়ত বিরক্তি দেখিয়ে ফেলেছেন সঞ্জীব। কিন্তু হায়দরাবাদকে হারাতেই একেবারে উল্টো ছবি এল প্রকাশ্যে।
The #ghibli trend caught my eye – so after yesterday’s match, I thought, why not give it a try! #SRHvLSG #LSGvsSRH pic.twitter.com/meoiL4uxwW
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka)Tweet by @DrSanjivGoenka
অধিনায়ক পন্থকে জড়িয়ে ধরলেন সঞ্জীব। লখনউ প্রথম ম্যাচ হারের পর সঞ্জীব গোয়েঙ্কা ও ঋষভ পন্থের ছবি ভাইরাল হতেই অনেকেরই মনে পড়েছিল লোকেশ রাহুলের সঙ্গে লখনউ মালিকের কথোপকথনের সেই স্মৃতি। পন্থের সঙ্গে কী কথা হল সেই নিয়ে কৌতূহল তুঙ্গে ওঠে। যদিও পরে জানা যায়, হারের হতাশা থাকলেও দলের খেলার প্রশংসাই করেছিলেন গোয়েঙ্কা। তবে এবারের ভাইরাল হওয়া ছবি নিয়ে আর কোনও সংশয় রইল না। পন্থকে বুকে টেনে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন লখনউ ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা।
