আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের শুরুতেই বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। প্রথম দুটো ম্যাচে খেলতে পারবেন না কেএল রাহুল। তাঁর স্ত্রী আথিয়া শেঠি অন্তঃসত্ত্বা। আইপিএল চলাকালীন এপ্রিলে তাঁদের প্রথম সন্তানের জন্ম দেবেন। সেই কারণে এই সময় স্ত্রীয়ের পাশে থাকতে দিল্লির প্রথম দুটো ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। গতবছর নভেম্বরে বর্ডার-গাভাসকর ট্রফির আগে সোশ্যাল মিডিয়ায় সুখবর দেন রাহুল। অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক এবং মিচেল স্টার্কের স্ত্রী আলিসা হিলি প্রথম দুই ম্যাচে রাহুলের না থাকার খবর জানান। সপ্তাহের শুরুতে দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দেন তিনি। হিলি বলেন, 'হ্যারি ব্রুক নেই। তাঁর পরিবর্ত কে হবে সেটা এখনও জানা নেই। কেএল রাহুল আছে। তবে আমি যতদূর জানি, প্রথম দুটো ম্যাচে ওকে পাওয়া যাবে না। প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় ওরা।তরুণ ক্রিকেটারদের মধ্যে পাওয়ার আছে। তবে কেএল রাহুল টি-২০ তে ইনিংস গড়ার ক্ষমতা রাখে। ওকে দেখার অপেক্ষায়।' 

মেগা নিলামের আগে লখনউ সুপার জায়ান্টস রাহুলকে রিলিজ করে দেয়। ১২ কোটি দিয়ে তাঁকে কেনে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে ২৭ কোটির বিশাল অঙ্কে লখনউ সুপার জায়ান্টসে যান ঋষভ পন্থ। ২৪ মার্চ একে অপরের বিরুদ্ধে যাত্রা শুরু করবে দুই দল। কিন্তু বিশাখাপত্তনমে হয়তো পাওয়া যাবে না রাহুলকে। তবে ৫ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে তাঁকে পাওয়া যেতে পারে। রাহুল দলে যোগ দেওয়ায় পর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু নেতৃত্বের দায়িত্ব নিতে চাননি উইকেটকিপার ব্যাটার। তাই শেষপর্যন্ত অক্ষর প্যাটেলকেই দায়িত্ব দেওয়া হয়। তাঁর ডেপুটি করা হয় ফাফ ডুপ্লেসিকে।