আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের পারফরমেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে বৈপরীত্য। কোহলিরা টানা জিতেই চলেছেন। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি হার। অন্যদিকে শেষ চার ম্যাচে হারতে হয়েছে ধোনিদের। চেন্নাইয়ের বর্তমান পারফরম্যান্স নিয়ে চিন্তিত কৃষ্ণমাচারি শ্রীকান্ত। আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের টানা চার ম্যাচে হারের নজির সচরাচর নেই। দলের বোলিং স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠছে। ফিল্ডিং এবং বোলিংয়ের সমালোচনা করলেন শ্রীকান্ত। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন ভারতীয় তারকা লেখেন, '৮৩ রানে ৫ উইকেট থেকে ২১৯ রানে ৬ উইকেটের মধ্যে ১৩০ এর বেশি রান দিলে এবং ক্রমাগত ক্যাচ ফেললে, জেতা সম্ভব নয়। শত চেষ্টা করলেও হবে না।' একটা সময় ৮৩ রানে ৫ উইকেট হারায় পাঞ্জাব। কিন্তু চেন্নাইয়ের ক্রিকেটাররা একাধিক ক্যাচ মিস করায় শেষপর্যন্ত দুশোর গণ্ডি পেরোয়।
মুকেশ চৌধুরী ছাড়াও ক্যাচ ফেলেন রবীন্দ্র জাদেজা। এই ভুলভ্রান্তি মাত্র ৩৯ বলে প্রিয়াংশু আর্যকে শতরান করতে সাহায্য করে। ১৭তম ওভারে প্রাণ ফিরে পান শশাঙ্ক সিংও। বোলিংয়ে উন্নতি করার আর্জি জানান প্রাক্তন তারকা। শ্রীকান্ত বলেন, 'বোলিং নিয়ে ভাবার সময় হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের। প্রতিপক্ষকে ১৮০ রানের মধ্যে আটকে রাখতে হবে। কারণ তার বেশি রান হলে, ব্যাটিং অর্ডার তাড়া করতে পারবে না। চেন্নাইকে প্রত্যাবর্তন করতে হলে, বোলিংয়ে উন্নতি করতেই হবে।' শুক্রবার ঘরের মাঠে ধোনিদের পরের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। জয় ছাড়া কোনও গতি নেই চেন্নাইয়ের।
