আজকাল ওয়েবডেস্ক: শাস্তির কবলে পড়লেন দিগবেশ সিং রাঠি। লখনউ সুপার জায়ান্টসের স্পিনারকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। পাঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়ানশ আর্যকে আউট করার পর উগ্র সেলিব্রেশনে মাতেন। পাঞ্জাবের ব্যাটার প্যাভিলিয়নে ফেরার সময় হাতে 'লেটার রাইটিং' এর অঙ্গভঙ্গি করেন রাঠি। আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভাঙার জন্য লখনউয়ের স্পিনারকে শাস্তির কবলে পড়তে হল। আইপিএলের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, '২.৫ ধারায় লেভেল ওয়ান অপরাধ করেন রাঠি। নিজের ভুল মেনে নিয়েছেন। এইধরনের ভুলের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত।'
তৃতীয় ওভারের শেষ বলে এই বিতর্কিত ঘটনা ঘটে। রাত তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন প্রিয়ানশ। শর্ট এবং ওয়াইড বল করেন দিগবেশ। পায়ের কোনও মুভমেন্ট ছাড়া পুল করার চেষ্টা করেন পাঞ্জাবের বাঁ হাতি ব্যাটার। বল ব্যাটের কানায় লেগে ক্যাচ ওঠে। মিড অন থেকে এসে ক্যাচ ধরেন শার্দূল। আর্য ফেরার সময় দিল্লি টি-২০ লিগের সতীর্থের উদ্দেশে অঙ্গভঙ্গি করেন রাঠি। এই ঘটনা আম্পায়ারদের নজর এড়ায়নি। লখনউয়ের তরুণ বোলারের সঙ্গে কথা বলেন তাঁরা। ধারাভাষ্য দেওয়ার সময় দিগবেশের এই আচরণের সমালোচনা করেন সুনীল গাভাসকর এবং মহম্মদ কাইফ। লখনউয়ের নবাগত স্পিনার ছাড়া বাকি বোলাররা নজর কাড়তে পারেনি। ২২ বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায় পাঞ্জাব।
