আজকাল ওয়েবডেস্ক: রবিবার রাতে অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বইয়ের কাছে হারে দিল্লি। মরশুমের প্রথম হার অক্ষর প্যাটেলদের। শেষদিকে ম্যাচে নাটকীয় মোড় নেয়। দিল্লির ব্যাটিং লাইন আপ ভেঙে পড়ে। চূড়ান্ত ওভারে তিনটে রানআউট হয়। ২০৬ রান তাড়া করতে নেমে ব্যর্থ হয় দিল্লি। করুণ নায়ার এবং অভিষেক পোড়েল খেলার সময়, ম্যাচ দিল্লির দখলে ছিল। চলতি আইপিএলে প্রথমবার প্রথম একাদশে সুযোগ পান নায়ার। ৪০ বলে ৮৯ রান করেন করুণ। কর্ন শর্মা অভিষেক পোড়েল, কেএল রাহুল এবং ট্রিস্টান স্টাবসকে ফিরিয়ে দেওয়ায় সমস্যায় পড়ে দিল্লি। ম্যাচ শেষে অক্ষরকে জিজ্ঞেস করা হয়, ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা? ঠিক কোন জায়গায় ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়? ধারাভাষ্যকার দীপ দাশগুপ্তর প্রশ্নের উত্তরে অক্ষর মজার ছলে বলেন, 'মুম্বইয়ের দিকে চলে যায়।' এই মন্তব্য করে নিজেই হেসে ফেলেন দিল্লির অধিনায়ক। যদিও পরের মুহূর্তেই আসল কারণ জানান।
অক্ষর বলেন, 'আমাদের হাতে ম্যাচ ছিল। মাঝের ওভারে আমাদের ব্যাটাররা কয়েকটা খারাপ শট খেলে। প্রত্যেকবার আমরা লোয়ার অর্ডারের ওপর ছেড়ে দিতে পারি না। বেশি ভেবে লাভ নেই। একটা খারাপ দিন।' দিল্লির অধিনায়ক মেনে নেন খারাপ ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে। যার ফলে ২০০ রানের গণ্ডি পেরোয় মুম্বই। তবে স্পিনারদের প্রশংসা করেন অক্ষর। বিশেষ করে কুলদীপ যাদবের বোলিংয়ের প্রশংসা করেন দিল্লির নেতা।
