আজকাল ওয়েবডেস্ক: মাত্র দু'টি উপসর্গ ছিল। চিকিৎসকের কাছে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কয়েক ঘণ্টা পরেই মৃত্যুর কোলে ঢোলে পড়ল পাঁচ বছরের এক শিশু। চিকিৎসকের গাফিলতিতেই তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ম্যাঞ্চেস্টারে। পরিবার জানিয়েছে, পাঁচ বছরের লিলা মার্সল্যান্ডের ঘাড়ে তীব্র যন্ত্রণা হচ্ছিল। ঘনঘন বমি করছিল সে। তড়িঘড়ি করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক পরীক্ষা করে জানান, লিলার টনসিলে ইনফেকশন হয়েছে। কয়েকটি অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে লিলাকে বাড়িতে গিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। 

সেদিন রাতে লিলার সঙ্গে তাঁর মা ঘুমিয়েছিলেন। ভোর ঘুম ভাঙার পর দেখতে পান, লিলা আর সাড়া দিচ্ছে না। বাড়িতেই এক চিকিৎসককে ডাকা হয়। তিনি এসে লিলাকে মৃত ঘোষণা করেন। লিলার মা রেচল পেশায় নার্স ছিলেন। আগের চিকিৎসককে তিনি জানিয়েছিলেন, লিলার সম্ভবত মেনিনজাইটিস হয়েছে। উপসর্গ দেখে তাই মনে হয়েছিল তাঁর। 

কিন্তু চিকিৎসক জানিয়েছিলেন, লিলা টনসিলাইটিসে ভুগছে। পরে জানা যায়, লিলার মেনিনজাইটিস হয়েছে। ভাইরাস সংক্রমণের কারণেই তার মৃত্যু হয়েছে। শিশুকন্যার মৃত্যুর পর শোকের ছায়া পরিবারে।