আজকাল ওয়েবডেস্ক: ব্রিটেনের সারে (Surrey) থেকে আগত ২৫ বছরের অ্যানি শার্লটের জীবনে এখন যেন সিনেমার চেয়েও জমজমাট কাহিনি। কারণ? মিস অ্যানির আছে দুটো ইউটেরাস, দুটো সার্ভিক্স, এবং হ্যাঁ... দুটো গোপনাঙ্গ! অ্যানি জানান, "আমি প্রতারণা করি না, কারণ প্রত্যেক প্রেমিকের জন্য আলাদা আলাদা গোপনাঙ্গ আছে।"
অ্যানি শার্লটের রয়েছে uterus didelphys — এক বিরল শারীরিক বৈশিষ্ট্য, যা প্রতি ২,০০০ নারীর মধ্যে মাত্র ১ জনের মধ্যে দেখা যায়। অ্যানি শার্লটের কথা, “আমি আমার শরীরকে আজ সম্পূর্ণভাবে ভালোবাসি। আগে যেটা লজ্জার ছিল, এখন সেটাই আমার পরিচয় — এবং আমার স্বাধীনতার উৎস।”
দুজন প্রেমিকই এখন অ্যানির জীবনে নিয়মিত — একজনের সঙ্গে মঙ্গলবার, আরেকজনের সঙ্গে বৃহস্পতিবার। আর উইকেন্ড? সেখানেও পালা করে প্রেম!বিশেষজ্ঞরা বলছেন, "এটা বিরল হলেও সম্ভব। কিন্তু প্রেমজীবন এত অর্গানাইজড — এটা সত্যিই ব্যতিক্রম।" অ্যানি বলছেন, "আমি এখন আমার শরীরকে ভালোবাসি। দুটো ইউটেরাস? আমিই তো ডবল ধামাকা!"
