আজকাল ওয়েবডেস্কঃ ছেলেকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে। হাড়হিম করা এই ঘটনার সাক্ষী রইল মার্কিনবাসী। ছেলের অনুরোধ রাখতেই মায়ের এই কাণ্ড, দাবি করল অভিযুক্ত মা। 
১৭ বছরের যুবককে গা শিউরে ওঠার মত করে খুন করল মা। জানা গিয়েছে, কোনওভাবেই ১৮-তে পা দিতে চাইছিল না ওই যুবক। সন্তানের আবদার রাখতেই নাকি তাঁকে খুন করে তাঁর মা। অভিযুক্ত মা-কে আদালতে পেশ করা হয়। 
অভিযুক্ত মা মহিলা পুলিশকে জানিয়েছে, ১৮ বছর বয়সে পা দিতে চায়নি সে। তাই বারে বারে মায়ের কাছে নিজের মৃ্ত্যুর জন্য আবদার করতে থাক সে। প্রথমে বারণ করলেও পরে ছেলের অনুরোধ ফেলতে পারেনি তাঁর মা। তবে ছেলের সঙ্গে তাঁর মা নিজেকেও শেষ করার পরিকল্পনা করে। সেইমতো একসঙ্গে দুজনেই ঘুমের ওষুধ খাওয়ার পরিকল্পনা করে। তবে এবার ফের নতুন চমক। ময়নাতদন্ত রিপোর্ট থেকে দেখা গিয়েছে ছেলের গলায় হাতের ছাপ ছিল যা ইঙ্গিত দেয় হয়তো মায়ের হাতেই খুন হয়েছে তাঁর ছেলে। 
তবে তদন্ত করতে এসে পুলিশ অভিযুক্ত মায়ের হাতে রক্তমাথা ছুরি দেখতে পান। সেখান থেকে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। তাহলে ছেলের গলায় কী ছুরি বসিয়েছিলেন মা। পুলিশ আসার পরই আত্মসমর্পণ করেন তাঁর মা। 
পুলিশ অভিযুক্ত মহিলাকে আটক করার পর ঘটনাস্থল থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট আনুসারে কিশোরকে প্রথমে শ্বাসরোধ করে পরে গলা কেটে খুন করা হয়েছে। আদালতে পেশ করার পর অভিযুক্ত মা কান্নায় ভেঙে পড়েন। সেই সময় তাঁর হয়ে কথা বলতে দেখা যায় তাঁর আত্মীয়দেরও। এবার অভিযুক্ত মায়ের বিরুদ্ধে কোন সাজা দেয় আদালত সেটাই দেখার।