আজকাল ওয়েবডেস্ক: অন্যান্য বারের মতোই, বিমানে বসেছিলেন যাত্রীরা। বিমান নির্দিষ্ট সময়ে। যান্ত্রিক গলযোগ ঘটিত কোনও সমস্যাও নেই। কিন্তু বিপত্তি ঘটল। আচমকা বিমানে যাত্রীদের সামনে, তাঁদেরই এক সহযাত্রী নগ্ন অবস্থায় দৌড়তে শুরু করেন।
ঘটনাটি ঘটেছে ফিনিক্সগামী সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমানে। ওই বিমানে ঘটনার সময়ের ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাতে ওই মহিলাকে বিবস্ত্র অবস্থায় চিৎকার করতে করতে এপ্রান্ত থেকে ওপ্রান্তে দৌড়তে দেখা যাচ্ছে। তাঁর সামনে তখন ছিলেন মহিলা-পুরুষ-শিশু-সহ বহু যাত্রী। যদিও তিনি সেসব কিছুর পরোয়া করেননি।
সর্ববভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সেই সময় বিমানে থাকা বাকি যাত্রীরা জানিয়েছেন, আচমকা এই ঘটনা সামনে আসায় সকলেই অপ্রস্তুত হয়ে পড়েন। ঠিক কী ঘটেছিল? প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, আচমকাই ওই মহিলা লাফিয়ে সকলের সামনে চলে আসেন। অপর একজন জানিয়েছেন, যুবতী আচমকা তাঁদের দিকে এগিয়ে যান, নিজের জামাকাপড় খুলতে খুলতে। বিকট চিৎকার শুরু করেন। তাঁদের দাবি, ওই যুবতী মানসিকভাবে বিধ্বস্ত।
অভিযোগ, করিডোর দিয়ে নেমে ককপিটের দরজায় ধাক্কা মারেন। এমনকি বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ।
জানা গিয়েছে, বিমানটি টেক্সাসের হিউস্টনের উইলিয়াম পি. হবি বিমানবন্দর থেকে উড়ান শুরু করে, গন্তব্য ছিল অ্যারিজোনার ফিনিক্স। তাঁকে বিমান কর্মীরা পোশাক দিয়ে ঢেকে দিলেও, তিনি সকলের সামনেই তা খুলে ফেলেন, তেমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁকে চিকিৎসকদের কাছে নিয়ে যায় বিমান কর্তৃপক্ষ।
.
