আজকাল ওয়েবডেস্ক: ঘুরতে যাওয়ার আগে বাড়ির প্রয়োজনীয় সামগ্রী কিনে ঘরেই রেখে বেরিয়েছিলেন যুবতী। বাড়ি ফেরার পর যাতে বাজারঘাটে যাওয়ার ঝক্কি না পোহাতে, সেই কারণেই মজুত করে রেখেছিলেন প্রয়োজনীয় জিনিসপত্র। বাজার থেকে কিনে এনেছিলেন এক বাক্স ডিম। রান্নাঘরে সেই ডিমের বাক্স রেখেই ঘুরতে চলে যান। দু'দিন পর বাড়ি ফিরেই রীতিমতো চোখ কপালে তাঁর।
ঠিক কী ঘটেছে? জানা গেছে, যুবতী বাজার থেকে ৯০টি ডিম কিনে রান্নাঘরের জানলার সামনের তাকে রেখে ঘুরতে চলে গিয়েছিলেন। দু'দিন পর বাড়ি ফিরে কিচিরমিচির শব্দ শুনতে পান। এরপর রান্নাঘরে ঢুকেই দেখতে পান, ডিমগুলি ফুটে মুরগির ছানা জন্মেছে। সেগুলিই আবারর রান্নাঘরে হাঁটাচলা করছে!
ছোট্ট ভুলে যে এত বড় ঘটনা ঘটবে, তা কল্পনাতীত। তবে যুবতী ভয় পাননি। ছোট্ট ছোট্ট মুরগির ছানাগুলিকে উদ্ধার করে, সেবা করতেই ব্যস্ত হয়ে পড়েন। বর্তমানে তাদের জন্য পৃথক জায়গাও করে দিয়েছেন। ঘটনাটির ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চীনে। জানা গেছে, চীনের শ্যানডং প্রদেশের কিংডাও শহরে ঘটনাটি ঘটেছে। জিয়াং নামের এক যুবতী পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। বেড়াতে যাওয়ার আগে বাড়ির রান্নাঘরে রেখে গিয়েছিলেন ৯০টি ডিম। দু'দিন পর বাড়ি ফিরেই দেখেছেন কমপক্ষে ৭০টি ডিম ফুটে মুরগির ছানা জন্মেছে।
জিয়াং জানিয়েছেন, 'নিয়মিত আমরা ডিম খাই। খাঁটি ডিম বাজার থেকে কিনে আনি। ঘুরতে যাওয়ার আগে পরিবারের জন্য ৯০টি ডিম কিনে এনেছিলাম। সেগুলো রাখা ছিল রান্নাঘরের একপাশে। দু'দিন পর বাড়ি ফিরেই কিচিরমিচির শব্দ শুনতে পাই। এরপর রান্নাঘরের কাছে যেতেই শব্দটি আরও জোরালো হয়। রান্নাঘরে ঢুকে দেখি, সেই ডিম ফুটে মুরগির ছানা হয়েছে। কয়েকটি বেসিনে বসেছিল। কয়েকটি আবার ডিমের বাক্সের উপর হাঁটাচলা করছিল।'
জানা গেছে, ডিমগুলো ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলেন জিয়াং। ফ্রিজে রাখা থাকলে, ওই তাপমাত্রায় মুরগির ছানা জন্মাতে পারত না। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকার কারণে, সেই আবহাওয়ায় ডিম ফুটে ছানাগুলির জন্ম হয়। ডিমগুলি যাঁর কাছ থেকে জিয়াং কিনেছিলেন, সেই দোকানদার জানিয়েছেন, ঘরের ভিতরের তাপমাত্রা ও আর্দ্রতার কারণে ডিম ফুটে মুরগির ছানা জন্মেছে। এই আবহাওয়াই একেবারে যথাযথ ছিল তাদের জন্য।
