আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের ৫ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে যাত্রা করে নাসার বোয়িম সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপসুল। সেটির সঙ্গেই দ্বিতীয়বার মহাকাশে গিয়েছিলেন সুনীতা। পৃথিবী ছেড়েছিলেন মার্কিন মহাকাশ সংস্থার দুই নভঃশ্চর সুনীতা উইলিয়ামস ও তাঁর সহকর্মী বুচ উইলমোর।  ৮ দিনের সফরে আন্তির্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত মহাকাশচারী ও তাঁর সহকর্মী। কিন্তু আচমকাই সুনীতাদের মহাকাশযানটি যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। আর সেইসঙ্গেই অনিশ্চিত হয়ে পড়ে সুনীতাদের ফেরা। কারণ মহাকাশযানটির যে গোলযোগ ধরা পড়েছে, তাতে দুজনকে নিয়ে ফিরে আসা সমস্যার। গত ৬ জুই থেকে মহাকাশেই আটকে রয়েছেন সুনীতারা।

 

এসবের মাঝেই জানা গেল, সুনীতা এবং বুচকে মহাকাশে রেখেই পৃথিবীতে ফিরছে স্টারলাইনার। একথা জানিয়েছে খোদ নাসা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বোয়িং স্টারলাইনার পৃথিবীতে ফিরছে একা। পৃথিবীতে ফেরার পর, তার পরিস্থিতি, সমস্যা সার্বিকভাবে খতিয়ে দেখা হবে। নাসা জানিয়েছে, তাদের প্রাথমিক ভাবনা সুরক্ষা। আর সেই কারণেই এই সিদ্ধান্ত। স্বাভাবিক ভাবেই এই তথ্য প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠে, কী হবে তাহলে ওই দুজনের? সুনীতা এবং বুচ কী করবেন? কীভাবেই বা ফিরবেন তাঁরা?

 

আর এখানেই উঠছে ইলন মাস্কের নাম। বিশেষ পরিস্থিতি সাহায্যের হাত বাড়িয়েছেন মাস্ক। কীভাবে? জানা গিয়েছে মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স এই পরিস্থিতিতে সহায়তা করবে। তাদের ড্রাগন ক্যাপসুলে করেই মহাকাশ থেকে ফিরিয়ে আনা হবে সুনীতা এবং বুচকে। স্টালাইনার পৃথিবীতে ফিরে আসার পর, রওনা দেবে স্পেস এক্সের ক্যাপসুল।