আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান এয়ারস্ট্রাইক চালিয়েছে আফগানিস্তানে। আর এই হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার। এই ঘটনার প্রতিবাদে আগামী নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সিরিজে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের খেলার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তারা না খেলার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালানো হয়। তাতেই তিন জন ক্রিকেটার–সহ মোট আট জনের মৃত্যু হয়েছে বলে খবর। তিন ক্রিকেটার নাম এবং ছবি প্রকাশ করেছে বোর্ড।

এই পরিস্থিতিতে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অবশ্য নিজস্ব ভঙ্গিতেই জানিয়েছেন, এই দ্বন্দ্বের সমাধান খুবই সহজ। তিনি সহজেই এই সংঘর্ষ থামাতে পারেন। তবে আপাতত এদিকে তিনি নজর দিচ্ছেন না।


প্রসঙ্গত, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন ট্রাম্প। দীর্ঘ দিন ধরে যে দাবি তিনি করে আসছেন, তা বৈঠকের পর ফের উল্লেখ করেন তিনি। জানান, তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে মোট আটটি যুদ্ধ থামিয়েছেন। ভারত–পাক যুদ্ধও তিনি থামিয়েছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এত যুদ্ধ থামানো সত্ত্বেও তাঁকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি, এতে ট্রাম্পের আক্ষেপ রয়েছে। এর পরেই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষের প্রসঙ্গ ওঠে। ট্রাম্প জানান, ‘‌আমি জানি পাকিস্তান আক্রমণ করেছে। আফগানিস্তানের সঙ্গে একটা সংঘর্ষ চলছে। এটা যদি আমাকে সমাধান করতে হয়, আমার পক্ষে তা খুব সহজ হবে। তবে আপাতত আমেরিকা পরিচালনার ভার আমার উপর রয়েছে।’ এরপরই ট্রাম্প যোগ করেন, ‘‌যুদ্ধ থামাতে আমি ভালবাসি। কেন জানেন? কারণ, আমি মানুষের মৃত্যু আটকাতে ভালবাসি। লক্ষ লক্ষ প্রাণ আমি বাঁচিয়েছি।’

 

আরও পড়ুন:‌ পাক হামলায় নিহত তিন আফগান ক্রিকেটার, প্রতিবাদে বাবরদের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিলেন রশিদরা ...


এটা ঘটনা, গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে। গত বুধবার দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি হয়েছিল। শুক্রবার তার মেয়াদ শেষের আগেই পাকিস্তান হামলা চালায় বলে অভিযোগ। যাতে আট জন মারা যান। তার মধ্যে তিন জন আফগান ক্রিকেটারও রয়েছে। এরপরই আফগান ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানায়, ‘‌পাকতিকা প্রদেশের উরগুন জেলার ক্রিকেটারদের উপর কাপুরুষোচিত হামলা চালিয়েছে পাকিস্তান। তাঁরা শহিদ হয়েছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনায় গভীর ভাবে শোকাহত। উরগুন জেলার তিন ক্রিকেটার এবং আরও পাঁচ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। সাত জন জখম। এই ক্রিকেটাররা একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে এর আগে পাকতিকার রাজধানী শারানায় গিয়েছিলেন। সেখান থেকে উরগুনে ফেরার পরেই তাঁদের নিশানা করা হয়।’ বোর্ডের তরফে আরও বলা হয়েছে, ‘‌আফগানিস্তানের ক্রীড়াজগতে এটা অপূরণীয় ক্ষতি। ওঁদের পরিবারের প্রতি এবং পাকতিকার মানুষের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী নভেম্বরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে যে ত্রিদেশীয় টি২০ সিরিজে খেলার কথা ছিল আফগানিস্তানের, তাতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগান বোর্ড।’ এই ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। আফগানিস্তানের টি২০ ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে। ট্রাম্পও মুখ খুললেন। তবে এখনই এই বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ তিনি। 

 

 

‌‌