আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবর আচমকা গত বুধবার চাউর হয়ে যায়। রটে যায় যে কারাগারের ভিতরে তাঁকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করে সোশ্যাল মিডিয়ার নানা প্রতিবেদন ভাইরাল হয়ে যায়। যদিও নির্ভরযোগ্য কোনও সংবাদ সংস্থা তাঁর প্রয়াণের খবর ছাপায়নি। তাঁর রাজনৈতিক কেরিয়ার বিতর্কিত। তার আগে ইমরান পাকিস্তানের সবচেয়ে উজ্জ্বল ক্রিকেটারদের একজন ছিলেন এবং তাঁর ক্রিকেট কেরিয়ারের শীর্ষে তিনি মহিলাদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন।

তিনটি বিয়ে এবং কয়েক ডজন কথিত প্রেমের সম্পর্ক-সহ বিতর্কিত অথচ বর্ণিল জীবনযাপনকারী ইমরানের বিখ্যাত বলিউড অভিনেত্রী রেখার সঙ্গে সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ের সংবাদমাধ্যমের প্রতিবেদন দাবি করা হয়েছে, ইমরান যখন তাঁর কেরিয়ারের শীর্ষে ছিলেন, তখন রেখার সঙ্গে ‘গুরুতর’ সম্পর্ক ছিল। অন্যদিকে, রেখা সেই সময় বলিউড অন্যতম সেরা অভিনেত্রী। সেই সময় গুজব ছিল যে ইমরান এবং রেখার একটি উচ্চপর্যায়ের সামাজিক অনুষ্ঠানে একে অপরের সঙ্গে আলাপ হয়।  শীঘ্রই একে অপরের প্রেমে পড়ে যান।

১৯৮৫ সালে স্টার ম্যাগাজিনের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইমরান এবং রেখাকে প্রায়শই অভিজাত পার্টিতে বা সমুদ্র সৈকতে  দেখা যেত। যাঁরা তাঁদের একসঙ্গে দেখেছিলেন তাঁরা ‘তাদের ঘনিষ্ঠতা দেখে মুগ্ধ’ হয়েছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে তাঁরা ‘গভীরপ্রেমে পড়েছেন’।

সেই সময়ের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে ইমরান এবং রেখা বিয়ে করতেও আগ্রহী ছিলেন। একটি প্রতিবেদন অনুসারে, ইমরান এমনকি রেখার মা পুষ্পভাল্লির সঙ্গে দেখাও করেছিলেন। তিনি সুদর্শন পাকিস্তানি ক্রিকেটারকে দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। জানা গিয়েছে দু’জনের কুষ্ঠি বিচার করার জন্য একজন জ্যোতিষীর সঙ্গেও পরামর্শ করেছিলেন পুষ্পভাল্লি।

তবে, অজানা কারণে সময়ের সঙ্গে সঙ্গে ইমরান এবং রেখার সম্পর্কের অবনতি ঘটে এবং তাঁরা আলাদা হয়ে যান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর জীবনের ৪২ বছর ধরে তার অবিবাহিত জীবন উপভোগ করেছেন। যৌবনে শাবানা আজমি এবং জিনাত আমান-সহ আশির দশকের অনেক বলিউড অভিনেত্রীর সাথে ছোটবেলায় প্রেম করেছেন। এমনকি শোনা যায় এক বাঙালি অভিনেত্রীর সঙ্গেও চুটিয়ে প্রেম করেছিলেন ইমরান। রেখা কখনও বিয়ে না করলেও, ৭৩ বছর বয়সী ইমরান তিনটি বিয়ে করেছেন। যার মধ্যে বুশরা বিবির সঙ্গে তৃতীয় বিয়ে সেরেছেন। ২০২৩ সালে ইমরানের কারাবাসের পর বুশরা বিবিকে ‘গৃহবন্দি’ করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, রেখা বা ইমরান কেউই প্রকাশ্যে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি, যদিও এই প্রশ্নটি প্রায়শই তাঁদের জিজ্ঞাসা করা হয়েছে।