আজকাল ওয়েবডেস্ক: দিনে এক থেকে দুবার বমি হলে, শরীর ধকল সইতে পারে না। অস্বস্তিও হয় প্রবল। এদিকে এক তরুণীর এক ঘণ্টায় ১৫বার বমির মতো উপসর্গ দেখা দিয়েছে। বছরের পর বছর এমন অসুখেই তিনি ভুগছেন। মস্তিষ্কের বিরল অসুখে একেবারে জর্জরিত তাঁর জীবন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২৯ বছরের তরুণী ম্যাসাচুসেটসের বাসিন্দা। দীর্ঘ কয়েক বছর তিনি মস্তিষ্কের বিরল অসুখে আক্রান্ত। যার জেরে ঘণ্টায় ১৫বার বমি পর্যন্ত হয় তাঁর। তাও আবার একটানা এক সপ্তাহ এই উপসর্গ নিয়েই স্বাভাবিক জীবনযাপন করতে হয়েছে তাঁকে।
তরুণী জানিয়েছেন, একাধিক টেস্টের পর জানা গেছে সাইক্লিক ভমিটিং সিন্ড্রোম বা সিভিএস-এ আক্রান্ত তিনি। গোটা জনজাতির মধ্যে মাত্র দুই শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত। বিশেষত মেয়েদের এবং যাঁদের পরিবারে মাইগ্রেনের সমস্যা রয়েছে। এই রোগের কারণে হু হু ওজন কমেছে তাঁর। এমনকী অসুস্থতার কারণে চাকরি খুইয়েছেন তিনি।
২০২১ সাল পর্যন্ত চিকিৎসকরা বলতেন, তাঁর মাইগ্রেনের সমস্যা রয়েছে। পরে ২০২৩ সালে টেস্টের পর জানা তিনি সাইক্লিক ভমিটিং সিন্ড্রোম-এ আক্রান্ত। চিকিৎসার পর বর্তমানে এক থেকে দু'দিন তাঁর টানা বমির সমস্যা দেখা যায়। আগে যা চারদিন পর্যন্ত চলত।
