আজকাল ওয়েবডেস্ক: হাওয়াই দ্বীপের লাভা হল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে নির্গত গলিত পাথর যা ঠান্ডা হয়ে কঠিন লাভা রূপে জমাট বাঁধে। হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরিগুলি সক্রিয় এবং এখানে নিয়মিত লাভা নিঃসরণের ঘটনা ঘটে। এই লাভা দ্বীপের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সক্রিয় আগ্নেয়গিরি: হাওয়াই দ্বীপের কিলাউয়েয়া এবং মাউনা লোয়া আগ্নেয়গিরি বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে অন্যতম।
লাভার প্রকারভেদ: হাওয়াই দ্বীপে দুই ধরনের লাভা দেখা যায়।
লাভার গঠন: লাভা হল পৃথিবীর অভ্যন্তর থেকে আসা গলিত শিলা যা ঠান্ডা হয়ে কঠিন লাভা রূপে জমাট বাঁধে। এই লাভা হাওয়াই দ্বীপের ভূমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অগ্নুৎপাতের স্থান: হাওয়াই দ্বীপের আগ্নেয়গিরি থেকে লাভা বিভিন্ন স্থানে নির্গত হতে পারে, যেমন - জ্বালামুখ, ফাটল বা লাভা টিউব থেকে।
পর্যটকদের জন্য আকর্ষণ: হাওয়াই আগ্নেয়গিরি জাতীয় উদ্যান এবং লাভা টিউবগুলি লাভা দেখতে আগ্রহী পর্যটকদের জন্য জনপ্রিয় স্থান।
ঝুঁকি: লাভা প্রবাহ কিছু এলাকায় বিপজ্জনক হতে পারে, তাই ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে লাভা প্রবাহের ঝুঁকি এলাকা চিহ্নিত করেছে।
সাম্প্রতিক অগ্ন্যুৎপাত: হাওয়াই দ্বীপের কিলাউয়েয়া আগ্নেয়গিরিতে সম্প্রতি অগ্ন্যুৎপাত হয়েছে, যেখানে লাভা প্রায় ১০০০ ফুট উপরে উঠেছিল।
তবে গবেষকরা মনে করছে এখান থেকে যে লাভা বেরিয়ে এসেছে তাতে সোনার মাত্রা অনেক বেশি। এই সোনা পৃথিবীর ভিতরে তরল অবস্থায় ছিল এটা সকলেই জানে। তবে এবার থেকে সোনার মত লাভা বেরিয়ে এসেছে সেটি সকলকে অবাক করে দিয়েছে। সেখান থেকে এই সোনাকে কীভাবে কাজে লাগানো যায় সেটাই এখন বিরাট চিন্তার।
