আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে অফিসে পৌঁছে কাজের চাপে নাজেহাল দশা। কাজের ব্যস্ততার মাঝে হঠাৎ কানে এল ফোঁস ফোঁস শব্দ। কোথা থেকে আসছে শব্দটা? প্রথমে বিন্দুমাত্র পাত্তা দেননি যুবক। তারপর লক্ষ করেন, পায়ের কাছ থেকে শব্দটি আসছে। তখনই অফিসের টেবিলের নীচে তাকান। সেখানে যা দেখেন, তাতেই চোখ কপালে তাঁর। অফিসের টেবিলের নীচে চুপটি করে বসেছিল একটি পাইথন। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোয়। যুবক একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে 'মিরাকেল ম্যান ক্যাশ' নামের প্রোফাইল রয়েছে তাঁর। সমাজমাধ্যমে অফিসের ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। পাইথনের ভিডিওটি শেয়ার করতেই লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সেটি। সকলেই চমকে গেছেন দৃশ্যটি দেখে। 

যুবক জানিয়েছেন, পাইথনটি আট ফুট লম্বা। তবে বিষধর ছিল না। সেদিন রাতেই অফিসের জানালা সামান্য খোলা ছিল। সম্ভবত সেখান থেকে ঢুকেছে। এরপর টেবিলের নীচে আশ্রয় নিয়েছিল। কিছুক্ষণ পর ধীরে ধীরে টেবিলের তলা থেকে বেরিয়ে, জানালা দিয়ে চলে যায়। অফিসের কারও কোনও ক্ষতি হয়নি। কিন্তু পাইথনটি দেখে প্রায় হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল বলে মন্তব্য করেছেন যুবক। 

ভিডিওটি দেখে নেটিজেনরাও আঁতকে উঠেছেন। কেউ কেউ যুবককে ধন্যবাদ জানিয়েছেন, পাইথনটির উপর হামলা না করায়। স্বাভাবিকভাবেই সেটিকে জঙ্গলে যেতে দেওয়ায়, যুবকের প্রশংসা করেছেন অনেকে।