আজকাল ওয়েবডেস্ক: একরাতের জন্য সমস্ত সঞ্চয় ব্যয় করবেন না তাঁরা। বিয়ে নতুন অধ্যায়ের সূচনা হলেও, তা বিশেষ কোনও অনুষ্ঠান নয় তাঁদের কাছে। তাই সমস্ত বাড়তি খরচ এড়িয়ে গেছেন। অতি সাধারণ পোশাকে সেরে ফেলেন বিয়ে। কিন্তু নবদম্পতির এহেন কাণ্ডে রীতিমতো রেগে আগুন আত্মীয় এবং বন্ধুবান্ধবরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ২২ বছরের অ্যামি ব্যারন ও ২৪ বছরের হান্টার জানুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার এক পাবলিক লাইব্রেরিতে বিয়ের অনুষ্ঠান সারেন। বিয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁরা। দেখা গেছে, অতি সাধারণ, ছাপোষা সাদা-কালো চেকস শার্ট এবং জিনসের প্যান্ট পরে হাজির বর-কনে। গায়ে দামি গয়না, নজরকাড়া সাজসজ্জা তো নেইই, এমনকী আমন্ত্রিতদের আতিথেয়তার জন্যেও বাড়তি খরচ করেননি তাঁরা।
বিয়ের অনুষ্ঠানে মাত্র ২০ জন উপস্থিত ছিলেন। এক হাজার ডলার খরচ করে গোটা অনুষ্ঠান সারেন। নিজেদের মেকআপ নিজেরাই করেন। অ্যামি ও হান্টার জানিয়েছেন, তাঁদের এই পদক্ষেপের কারণে বন্ধু বিয়োগ পর্যন্ত হয়েছে। বহু আত্মীয় আর যোগাযোগ রাখছেন না। কিন্তু তাঁরা তাঁদের সিদ্ধান্তে বেজায় খুশি। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হলেও, তাতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। তাঁদের সঞ্চিত অর্থ ব্যয় করে এবার লম্বা ছুটি কাটাবেন বলে ঠিক করেছেন। মধুচন্দ্রিমার প্রস্তুতি চলছে জোরকদমে।
