আজকাল ওয়েবডেস্ক: ঘুরতে গিয়ে হঠাৎ পেটে যন্ত্রণা। মাঝ রাতে পেটের ব্যথা নিয়ে বাথরুমে গিয়েছিলেন যুবতী। কিছুক্ষণ পর বাথরুমের মধ্যে এটাই সন্তান প্রসব করলেন! তিনি যে নয় মাসের গর্ভবতী ছিলেন, তা বিন্দুমাত্র টের পাননি। কারণ, তাঁর স্ফীত উদর ছিল না। গর্ভবতী হওয়ার কোনও উপসর্গ চোখে পড়েনি। শেষমেশ পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েই হঠাৎ দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন তিনি। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুবতীর নাম হেলেন গ্রিন। তিনি যুক্তরাজ্যের বাসিন্দা। কানাডায় স্বামী মাইকেল গ্রিনের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। তাঁদের দুজনের বয়স ৪৫। কানাডায় ছুটি কাটানোর সময় হেলেন জানতে পারেন, তিনি ন'মাসের অন্তঃসত্ত্বা। গত মে মাসে টরেন্টোতে তাঁদের সঙ্গে ১০ দিনের ছুটি কাটাতে গিয়েছিল ছয় বছরের কন্যাসন্তানও।

 

হেলেন জানিয়েছেন, তিনি যে অন্তঃসত্ত্বা, তা বিন্দুমাত্র টের পাননি তিনি। শরীরেও কোনও পরিবর্তন ছিল না। কানাডায় যাওয়ার পর হঠাৎ মাঝরাতে তীব্র পেটে যন্ত্রণা শুরু হয় তাঁর। মাঝ রাতেই শৌচালয়ে চলে যান একা একা। বাথরুমের মেঝেতে বসে পড়েন। তখনই সন্তান প্রসব করেন তিনি। 

 

সদ্যোজাতর কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় মাইকেলের। তিনি প্রথমে ভেবেছিলেন, পাশের ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। কিন্তু হেলেনের চিৎকার শুনে বাথরুমে ছুটে যান। তড়িঘড়ি করে অ্যাম্বুল্যান্সে খবর পাঠান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মা ও সদ্যোজাত কন্যাসন্তানের চিকিৎসা শুরু হয়। দুজনেই বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। 

 

আরও পড়ুন: দিনরাত শুধু 'ওটা' চাই, প্রেমিকার চাহিদা মেটাতে গিয়ে জেরবার যুবক, স্ত্রী-সন্তানকে ফেলে শেষমেশ যা করলেন

 

চীনেও এমন ঘটনার স্বীকার হয়েছেন একাধিক তরুণী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চিনের হুবেই প্রদেশে গতবছর ১৬ জুন ইজৌ শহরে লি নামের এক তরুণী পুত্র সন্তানের জন্ম দেন। সেদিন দুপুরে খাওয়াদাওয়ার পরেই পেটে ব্যথা অনুভব করছিলেন। লিয়ের ধারণা ছিল, বেশি খাওয়াদাওয়ার জন্যেই পেটে ব্যথা হচ্ছে। বাড়িতেই ওষুধ খেয়ে বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাবেন। ক্রমেই তা বাড়তে থাকায় সাইকেল চালিয়ে একা একাই হাজির হলেন হাসপাতালে। ঠিক এক ঘণ্টা পরেই সন্তান প্রসব করলেন তরুণী। যে ঘটনাটি ঘিরে তিনি নিজেই হতবাক। 

 

লি জানিয়েছিলেন, পেটের যন্ত্রণা কমার পরিবর্তে আরও বাড়তে থাকে। শেষমেশ নিজেই সাইকেল চালিয়ে স্থানীয় হাসপাতালে যান। সেখানে চিকিৎসকরা জানান, লি অন্তঃসত্ত্বা। হাসপাতালে যাওয়ার এক ঘণ্টা পরে পুত্র সন্তানের জন্ম দেন লি। এই ঘটনায় হতবাক তাঁর স্বামীও। 

 

লি জানিয়েছেন, তাঁর ছয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এটি তাঁর দ্বিতীয় সন্তান। অন্তঃসত্ত্বা থাকাকালীন তিনি বিন্দুমাত্র টের পাননি। প্রথম সন্তানের জন্মের পর পিরিয়ড অনিয়মিত হত। গত কয়েক মাসে পিরিয়ড না হওয়ায়, তাই দুশ্চিন্তায় পড়েননি। তবে ওজন বেড়ে গিয়েছিল তাঁর। দ্বিতীয় সন্তানটি সুস্থ থাকায় অবাক হয়ে গেছেন তিনি। 

 

এরপর চিনের চচিয়াং প্রদেশে। গত বছর ডিসেম্বর মাসে একদিন আচমকা তরুণীর হাত অবশ হয়ে যায়। হাসপাতালে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তরুণীর উচ্চ রক্তচাপ। চিকিৎসক এও জানতে পারেন, কয়েক মাস তরুণীর পিরিয়ড হয়নি। তখনই আল্ট্রাসাউন্ড করানোর পরামর্শ দেন। সেদিনই পরীক্ষার পর জানা যায়, তরুণী সাড়ে আট মাসের অন্তঃসত্ত্বা। যেহেতু উচ্চ রক্তচাপ ছিল তাঁর, তখনই ডেলিভারি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। চার ঘণ্টা পরেই ফুটফুটে সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে তরুণী ও সন্তান দু'জনেই সুস্থ রয়েছে। 

 

সংবাদমাধ্যমকে তরুণী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মা হওয়ার ইচ্ছে ছিল তাঁর। বহুবার অন্তঃসত্ত্বা হওয়ার চেষ্টা করেছিলেন। আইভিএফ পদ্ধতি অবলম্বন করেও সফল হননি। তরুণীর ধারণা ছিল, তিনি কখনই আর মা হতে পারবেন না। আশা ছেড়ে দিলেও, জীবন তাঁকে আসলেই চমকে দিল।