আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সময় শুক্রবার মধ্যরাত। সেই সময়ের ৪০ মিনিটের একটি বৈঠক হয় দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে। বৈঠকে সদর্থক কিছু হওয়ার বদলে, বিবাদ ওঠে তুঙ্গে। গোটা বিশ্বজুড়ে আপাতত আলোচনায় ওই বৈঠক। বৈঠকে কেন বিবাদের সূত্রপাত, কে কী বললেন, কেন বললেন? সেসব নিয়ে জোর আলোচনা। একই সঙ্গে আলোচনা ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পোশাক নিয়েও।

শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠকে হোয়াই হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইহাউসের ওভাল টেবিলে শুক্রবারের দ্বিপাক্ষিক বৈঠকেই বাদানুবাদ হল ট্রাম্প ও জেলেস্কির।  সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই বৈঠক শুরুর আগে জেলেনস্কিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কেন স্যুট পরে আসেননি? 


মূলত, বৈঠক শুরুর আগে এক সাংবাদিক ওই প্রশ্ন করেন ইউক্রেন প্রেসিডেন্টকে। তাঁর প্রশ্ন ছিল, কেন হোয়াইট হাউসের এই সর্বোচ্চ স্তরের বৈঠকে তিনি ‘স্যুট’ পরে যাননি? উত্তরে জেলেন্সকি পাল্টা প্রশ্ন করে সাংবাদিককে জিজ্ঞাসা করেন, তাতে তাঁর কোনও সমস্যা রয়েছে কি না! সাংবাদিক উত্তরে বলেন, যাঁরা ওভাল অফিসের ড্রেস কোডকে সম্মান করেন না তাঁদের নিয়ে অনেক আমেরিকানদের সমস্যা রয়েছে। 

উত্তরে জেলেনস্কি সাংবাদিককে বলেন, ২০২২-এ শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হলে, তবে তিনি ‘স্যুট’ পরবেন। বলেন, ’ এই যুদ্ধ শেষ হওয়ার পর আমি স্যুট পরব। হয়তো আপনার মতো কিছু, হয়তো আরও ভাল কিছু। হয়তো বা সস্তা কিছু। দেখা যাক। ধন্যবাদ।‘ যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে নিজের চিরাচরিত পোশাকে দেখা গিয়েছে ইউক্রেন প্রেসিডেন্টকে।