আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধ থামাতে মধ্যস্থতা করে চলেছেন ক্রমাগত। তেমনটাই দাবি করেছেন একাধিকবার। এবার কি তাহলে থামাতে পারছেন না যুদ্ধ? রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন মুলুকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'হতাশ'! সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন যে, রাশিয়া-ইউক্রেন সংঘাত "তৃতীয় বিশ্বযুদ্ধ" পর্যন্ত গড়াতে পারে।

 হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, তিনি জানিয়েছেন যে, গত মাসেই যুদ্ধে ২৫,০০০ মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সৈন্য। ক্রমাগত যুদ্ধাবস্থার জন্য তিনি হতাশা, বিরক্তি প্রকাশ করেছেন। 'এই হত্যালীলার শেষ' দেখতে চান বলেও মন্তব্য করেছেন তিনি।

উল্লেখ্য, এর আগেও, মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার রাশিয়া  এবং ইউক্রেনের যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছেন। দু'দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন আলাদাভাবে। তাতেও কোনও সুরাহা হয়নি। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন, ভারত রাশিয়া থেকে তেল কিনছে কেন? এই প্রশ্ন তুলে ভারতীয় পণ্যের উপর শুল্ক আরোপ করেছেন।

 

 

তিনি বলেন, 'এই ধরণের ঘটনা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়। আর আমি সেদিনও তাই বলেছিলাম।  আমরা গোটা ঘটনাকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেব, কিন্তু আমরা এটা দেখতে চাই না।'

 

ট্রাম্পের বক্তব্যের আগে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটও বলেছিলেন যে যুদ্ধবিরতিতে পৌঁছাতে দুই দেশ যে পরিমাণ সময় নিচ্ছে, তাতে মার্কিন প্রেসিডেন্ট মস্কো এবং কিয়েভ দু'দেশের উপরেই "অত্যন্ত হতাশ"। কেবলমাত্র 'কথার কথা বৈঠক'-এ তিনি আর যোগ দিতে চান না। অর্থাৎ যে বৈঠক থেকে কোনও সমাধান সূত্র উঠে আসছে না, সেই ধরনের আর কোনও বৈঠক চান না মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গেই তিনি জানিয়েছেন, শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প-প্রশাসন বরাবর উদ্যোগী এবং এখনও তারা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। 

 

যুদ্ধবিরতিতে ইউক্রেনকে মার্কিন সাহায্যের প্রস্তাবও দেওয়া হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা দিতে ইচ্ছুক। 

 

একইসঙ্গে উল্লেখ্য, ট্রাম্পের অপর এই সিদ্ধান্তও। মার্কিন প্রেসিডেন্ট একটি সুপারক্লাব তৈরি করতে চাইছেন যেখানে বিশ্বের পাঁচটি শক্তিধর দেশ থাকবে। এই তালিকায় রয়েছে আমেরিকা, রাশিয়া, চিন, জাপান এবং ভারত। ট্রাম্প মনে করেন, যদি এই শক্তিধর দেশগুলি এক ছাতার তলায় চলে আসে তাহলে সেখান থেকে বিশ্বের অনেকটা সুবিধা হবে। যদিও এবিষয়ে হোয়াইট হাউস বিশেষ কিছু মন্তব্য করেনি। তবে ট্রাম্পের এই ইচ্ছা কত দ্রুত বাস্তব হয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। চলতি বছরের জুন মাসে ট্রাম্প জি সেভেন সামিটে এমনই একটি প্রস্তাব দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, রাশিয়া, চিন তাদের পক্ষ থেকে সায় দিয়েছে। তবে ভারতকে তিনি এই ক্লাবে রাখতে চান।