আজকাল ওয়েবডেস্ক: আরও একবার বিপুল অঙ্কের আমদানি কর আরোপের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ডোনাল়্ ট্রাম্প ঘোষমা করেছেন যে, ওষুধ থেকে শুরু করে রান্নাঘরের ক্যাবিনেট পর্যন্ত সব পণ্যের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের সর্বশেষ শুল্ক পরিকল্পনা, পয়লা অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে। এর ফলে প্রমাদ গুণছে ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি। কারণ আমেরিকায় এ দেশ থেকে ব্যাপক হারে ওষুধ রপ্তানি হয়ে থাকে। 

ট্রুথ সোশালে ট্রাম্র লিখেছেন, "যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আমেরিকায় কারখানা না গড়ে, তাহলে আমি তাদের ওপর ১০০ শতাংশ আমদানি কর বসাচ্ছি। কাজ শুরু করতে হবে, নির্মাণাধীন থাকতে হবে। এই সিদ্ধান্তের কোনও ব্যতিক্রম  হবে না।"

নয়া শুল্ক কাঠামো অনুযায়ী - ওষুধে ১০০ শতাংশ, রান্নাঘর ও বাথরুম ক্যাবিনেটে ৫০ শতাংশ, আসবাবে ৩০ শতাংশ, হেভি ট্রাকে ২৫ শতাংশ আমদানি কর বসতে চলেছে।আসবাবপত্র আর ক্যাবিনেট আমাদের বাজার ভরিয়ে দিচ্ছে। হেভি ট্রাকও একইভাবে ক্ষতি করছে। জাতীয় নিরাপত্তা ও অন্যান্য কারণে শুল্ক প্রয়োজন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তি, বিদেশি উৎপাদকরা মার্কিন কোম্পানিগুলিকে দুর্বল করে দিচ্ছে। তাঁর কথায়, "আসবাবপত্র এবং ক্যাবিনেটরি পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বজার ভরে উঠেছে। ভারী ট্রাক এবং যন্ত্রাংশ আমাদের নিজস্ব উৎপাদকদের ক্ষতি হচ্ছে। জাতীয় নিরাপত্তা এবং অন্যান্য কারণে শুল্ক আরোপ করা প্রয়োজন।"

এর আগেই হোয়াইট হাউস বাণিজ্য কাঠামো এবং আমদানি কর ঘোষণা করেছিল। তার মাত্র কয়েক সপ্তাহ পরেই এই পদক্ষেপ করা হচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, ট্রাম্প এখনও নিশ্চিত যে- শুল্কগুলি ফেডারেল ঘাটতি কমাতে সাহায্য করবে এবং দেশীয় উৎপাদন বৃদ্ধি করবে।

কিন্তু সমালোচকরা সতর্ক করে দিয়েছেন যে, কৌশলটি মুদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে তুলতে পারে এবং অর্থনৈতিক বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াবে।কারণ আগের শুল্কের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ব্যবসাগুলি নতুন খরচ এবং অনিশ্চয়তার মুখোমুখি হবে।

যদিও প্রেসিডেন্ট ট্রাম্প রাষ্ট্রপতি এই উদ্বেগগুলি উড়িয়ে দিয়েছেন। বলেছেন, "আমরা আমেরিকান চাকরি রক্ষা করছি, আমরা আমেরিকান কারখানাগুলিকে রক্ষা করছি। এটা খুবই সহজ। কেউ যদি আমেরিকায় কিছু বিক্রি করতে চায়, তাহলে এখানেই সেটা নির্মাণ করতে হবে।"

আরও পড়ুন- ‘বাংলাদেশের সমস্যা রয়েছে ভারতের সঙ্গে’, হাসিনাকে দেশে ঠাঁই দেওয়াকে ‘উত্তেজনা’র কারণ বললেন ইউনূস