আজকাল ওয়েবডেস্ক: জগৎ বড়ই অদ্ভুত। ১৯৯৯ সালে হারিয়ে গিয়েছিলেন ছোট্ট শিশু। অবশেষে সেই শিশুর দেখা মিলল মেক্সিকোতে। অপহৃত হওয়ার পর কেটেছে ২৭ বছর। অবশেষে নিজের লোকেদের কাছে ফিরলেন মেয়ে। ওই মহিলার নাম আন্দ্রে মিশেল রেয়েস। মায়ের নাম রোসা টেনেরিও। যখন তিনি হারিয়ে গিয়েছিলেন তখন তাঁর বয়স ছিল মাত্র ২৩ মাস বয়স। আজ সে যুবতী। 

 

 

কীভাবে জানা গেল? ছোটবেলায় বাবার কাছ থেকে অপহরণ করে মেয়েকে নিয়ে মেক্সিকো চলে আসেন রোসা। এর পর বহুবার মিশেলের বাবা মেক্সিকোতে যান মেয়ের খোঁজে। কিন্তু কোনও ফল মেলেনি। পরিবারের তরফে মিসিং ডায়েরি করা হয়। পরবর্তীতে ২০০৯ সালে রোসার বিরুদ্ধে ফৌজদারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তী সময়ে ২০২৩ সালে আরও একটি মামলা করা হয়। সম্প্রতি মেক্সিকোতে খোঁজ মেলে মিশেলের। ডিএনএ টেস্টের পর জানা সঠিক পরিচয় জানা যায়। 

 

 

পুলিশি তদন্তে উঠে আসে, মিশেলের মায়ের বিরুদ্ধে অপহরণ করা অভিযোগে আমেরিকায় এখনও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মিশেলের বাবাও এখন মেক্সিকোতেই থাকেন। তবে শেষপর্যন্ত মিশেল বাবার কাছে ফিরতে চান কি না তা জানা যায়নি এখনও।