আজকাল ওয়েবডেস্ক : বিগত বছরের জুন মাস থেকেই মহাকাশে আটকে রয়েছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযোগী বুচ উইলমোর। এবার তাঁদের ঘরে ফিরিয়ে নিয়ে আসতে দ্রুত কাজ শুরু করেছে নাসা। তবে এর মধ্যে বিস্ফোরণ ঘটনালেন সুনীতা।
 
 এই দুই মহাকাশচারীকে কবে ফিরিয়ে নিয়ে আসা হবে তা নিয়ে নিজেদের নানা ধরণের মত প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলা কর্তা ইলন মাস্ক। এবার বিষয়টি নিয়ে সরব হলেন সুনীতা। মহাকাশ থেকেই তারা জানিয়ে দিলেন একেই হয়তো বলে রাজনীতি। এতে নতুনত্ব কিছুই নেই। তবে জীবনের এটাই একটি অংশ। একে সঙ্গে করে নিয়েই সকলকে চলতে হবে।
 
 বুচ বলেছেন এই ধরণের বিষয়গুলি নিয়ে রাজনীতি করা উচিত নয়। তাতে ক্ষতি হবে গোটা পৃথিবীর এবং সমাজের। আগামী এক সপ্তাহের মধ্যেই হয়তো এই দুই মহকাশচারীকে ফিরিয়ে আনতে পৃথিবী থেকে উড়ে যাবে রকেট। সেটার সহায়তায় দ্রুত পৃথিবীতে ফিরে আসবেন এই দুই মহাকাশচারী। তবে তাঁদেরকে ফিরিয়ে আনা নিয়ে খানিকটা সতর্ক রয়েছে নাসাও। তারা মনে করছে এই দুই মহাকাশচারী ১০ মাস ধরে মহাকাশে রয়েছেন। তাই পৃথিবীতে তাঁদের ফেরা সহজ হবে না।
 
 তবে এই মহাকাশচারীদের পৃথিবীতে ফেরার বিষয়টি যথেষ্ট সহজভাবে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলা কর্তা ইলন মাস্ক। তারা মনে করছেন যেভাবে এরা অতি সহজে মহাকাশে গিয়েছিলেন ততটাই সহজে তারা ফিরবেন পৃথিবীতে। নাসার উপর তাদের প্রবল আস্থা রয়েছে। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক। 
 
 ১২ মার্চ নতুন মহাকাশযানটি যাত্রা করবে বলে এখনও পর্যন্ত খবর মিলেছে। নতুন যে মহাকাশযানটি যাবে সেটিতে যাতে কোনও ধরণের ত্রুটি না থাকে সেদিকে নজর দিয়েছেন নাসার বিজ্ঞানীরা। তারা মনে করছেন আগের মহাকাশযানটি করেই তারা সুনীতাদের ফিরিয়ে নিয়ে আসতে পারতেন। তবে সেটা কেন সম্ভব হল না সেটা তাদের কাছে নতুন চ্যালেঞ্জ। 
 
 এবারের নতুন বছর সুনীতারা মহাকাশে কাটিয়েছেন। পাশাপাশি স্পেসওয়াক করে তারা নতুন রেকর্ড তৈরি করেছেন। পৃথিবীর মাটিতে এসে সুনীতাদের যে খানিকটা সময় মানিয়ে নিতে লাগবে সেকথা তারা নিজেরাও জানে। নাসা সেই কাজকেই দ্রুত করার দিকে মন দিয়েছে। 
