আজকাল ওয়েবডেস্ক: কেটে গিয়েছে ১০ মাস। এখনও মহাকাশে ভেসে রয়েছেন সুনীতা উইলিয়ামস এবং তার সহযোগীরা। কবে তারা ফিরবেন পৃথিবীতে সেকথা কেউ বলতে পারছেন না। সেখানেই নিজেদের নানা ধরণের কাজ করে চলেছেন তারা। সেখান থেকেই এবার ফের একবার নতুন বার্তা দিলেন সুনীতা।
নিজের বার্তায় সুনীতা জানালেন, মহাকাশে এতদিন থাকতে পেরে তাদের মন্দ লাগছে না। নিজেদের সেখানে বন্দি বলে তারা মনে করছেন না। এখানে তাদের জন্য খাবার, জল সবই রয়েছে। এটিকে তারা নিজেদের বাড়ি বলেই মনে করছেন। যদি খুব মন খারাপ লাগে তাহলে স্পেস স্টেশনের বাইরে তারা একটু ঘুরে আসছেন। সেখানেও তাদের স্বাধীনতা রয়েছে।
বিশ্বের কাছে নানা ধরণের আবিষ্কারের সন্ধান দিচ্ছেন সুনীতা এবং তার সহযোগীরা। ফলে যদি আরও কয়েকমাস সেখানে থাকতে হয় তারা সেজন্যেও তৈরি হয়েছেন। সুনীতা এবং বুচ দুজনেই মহাকাশে একে অপরের বিকল্প হিসাবে রয়েছেন। বোয়িং স্টারলাইনার তাদের নতুন বাড়ি। তাদেরকে ফিরিয়ে আনার কাজ দ্রুত করছে নাসা। তবে যতদিন না তারা নিজেদের ঘরে ফিরছে ততদিন তাদেরকে সেখানেই থাকতে হবে।
মহাকাশে নিজের স্পেসওয়াক করে নতুন রেকর্ড তৈরি করেছেন সুনীতা উইলিয়ামস। মহাকাশযানটির মেরামতির কাজ করতে গিয়ে সুনীতা নিজের অষ্টম স্পেসওয়াক করে ফেলেছেন। সেখানে তার সহযোগী ছিলেন নিক হগ। মহাকাশে স্পেসওয়াক করার সময় তার অভিজ্ঞতার কথা সকলের মধ্যে শেয়ার করেছেন সুনীতা। বিশেষ করে তার পড়ুয়াদের সঙ্গে।
মহাকাশ থেকে তারা কবে ফিরবেন সেকথা এখনও অতল জলে রয়েছে। তবে যদি তাদের দ্রুত ফিরিয়ে না আনা হয় তাহলে প্রবল সমালোচনার মধ্যে পড়বে নাসা। তাই নাসাও এই কাজটি দ্রুত করার চেষ্টা করছে। মহাকাশ থেকে নিজের পড়ুয়াদের জন্য সুনীতা জানিয়েছেন তিনি নাকি হাটতে ভুলে গিয়েছেন। ফলে পৃথিবীতে ফেরার পর তাকে বেশ কিছুদিন ধরে হয়তো বিছানায় শুয়ে দিন কাটাতে হবে। সেদিকেও বিশেষ নজর রয়েছে নাসার।
