আজকাল ওয়েবডেস্ক: সূর্য, তাকেই প্রদক্ষিণ করে পৃথিবী। তবে যুগযুগ ধরে সূর্যকে নিয়ে প্রশ্নের পরিমাণ কমেনি, যেমন নিরসন হয়নি কৌতূহলের। গবেষণায় উঠে এসেছে আরও এক তথ্য, তাতে জানা গিয়েছে সূর্যের আলোকচ্ছটা, করোনা তার পৃষ্ঠের চেয়ে কয়েকশ গুন বেশি গরম।


কী বলছে গবেষণা? বিজ্ঞানীরা বলছেন, প্লাজমা তরঙ্গের প্রতিফলন এর জন্য দায়ী। গবেষণায় জানা গিয়েছে, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ১০, ০০০ ডিগ্রি ফারেনহাইট, কিন্তু এর বাইরের বায়ুমণ্ডল, সৌর করোনা, প্রায় ২ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি পায়। গড়ে এটি সূর্যের পৃষ্ঠের চেয়ে প্রায় ২০০ গুণ বেশি গরম। 

কেন তাপমাত্রার এই ব্যাপক পার্থক্য, কেনই বা সূর্য পৃষ্ঠের চেয়ে বেশি গরম সূর্যের করোনা? ১৯৩৯ সাল থেকে বিজ্ঞানীদের বিভ্রান্ত করছে এই ঘটনা। তবে গবেষণায় যে তথ্য উঠে এসেছে, কয়েক দশক ধরে, গবেষকরা এই অপ্রত্যাশিত উষ্ণায়নের পিছনের প্রক্রিয়াগুলি উন্মোচন করার চেষ্টা করেছেন। 

ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি (ডিওই) এর প্রিন্সটন প্লাজমা ফিজিক্স ল্যাবরেটরি (পিপিপিএল) এর গবেষক সায়াক বোসের নেতৃত্বে একটি দল গবেষণার পর জানায়, সংঘর্ষ এবং ফিরে আসা প্লাজমা তরঙ্গগুলি করোনাল গর্তগুলির উচ্চ তাপমাত্রার কারণ।