আজকাল ওয়েবডেস্ক: লাস্যময়ী মডেল। তাঁর সৌন্দর্যে, রূপে, মুগ্ধ কে না! সোশ্যাল মিডিয়াতেও লক্ষ লক্ষ ফলোয়ার। সকলেই তাঁর উপর এককথায় ফিদা। সেই মডেল কোনও সুঠাম দেহের সুপুরুষকে পাত্তাও দেন না। তাঁর পছন্দ শুধুমাত্র 'কুৎসিত' দেখতে ছেলে। সাধারণত যাঁদের কেউ পাত্তা দেন না। কোথাও বিশেষ গুরুত্ব পান না। এমন 'কুৎসিত' দেখতে ছেলেদের সঙ্গেই শুধুমাত্র ডেটে যান তিনি। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তরুণীর নাম, লানা ম্যাডিসন। তিনি আদতে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নামী মডেল। নিজেকে আরও মোহময়ী, লাস্যময়ী শরীরের অধিকারী হতে একাধিক সার্জারির সাহায্য নিয়েছেন। নিজের শরীর গঠন বদলাতে এক কোটি ১৯ লক্ষ টাকা খরচ করেছেন। বদলে গেছে তাঁর গায়ের রং, ত্বক, চুল, শরীরের গঠন। 

 

লানা ম্যাডিসনের রূপ নজরকাড়া হলেও, অনুরাগীদের প্রশ্ন তাঁর রুচি নিয়ে‌। কেন 'কুৎসিত' দেখতে পুরুষদের ডেট করেন তিনি? তাঁর পছন্দের পুরুষের তালিকায় কেন শুধুমাত্র 'কুৎসিত' দেখতে পুরুষরাই ঠাঁই পান! প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার সেই রহস্য ফাঁস করেছেন লানা। 

 

এক সংবাদমাধ্যমকে লানা ম্যাডিসন জানিয়েছেন, 'আমি আদতে খুবই সুন্দর। কিন্তু নিজেকে বদলে ফেলতে প্রচুর সার্জারি করিয়েছি। কারণ আমি চাইছিলাম আরও লাস্যময়ী হয়ে উঠতে‌। এমন সুন্দর শরীরের দিকে সকলের নজর থাকুক, এটাই আমার প্রধান উদ্দেশ্য।' 

 

আরও পড়ুন: লোকাল ট্রেন না ডব্লিউ ডব্লিউ ই-র মঞ্চ? জানলার ধারের সিটের জন্য চড়, কিল, ঘুষি! দুই যাত্রীর কীর্তিতে আঁতকে উঠলেন সহযাত্রীরা

 

লানার যুক্তি, তিনি যদি কোনও সুদর্শন পুরুষদের সঙ্গে ঘোরাঘুরি করেন, তাহলে আলাদা করে তাঁর কোনও গুরুত্ব থাকবে না। সকলেই যুগলের দিকে হয়তো তাকাবেন, কিন্তু লানা আর গুরুত্ব পাবেন না। কিন্তু কোনও 'কুৎসিত' দেখতে পুরুষদের সঙ্গে ডেকে গেলে, তিনিই সকলের নজর কাড়বেন। রুচি নিয়ে হোক বা সৌন্দর্য, সকলেই লানার দিকে ঘুরে ঘুরে তাকাবেন। তাই সুদর্শন পুরুষদের সঙ্গে মেলামেশা করতেও পছন্দ করেন না তিনি। 

 

লানা আরও জানিয়েছেন, তাঁর ধারণা সুদর্শন পুরুষরা সহজেই মন ভাঙেন মেয়েদের। সেক্ষেত্রে প্রেমে প্রতারণার সম্ভাবনাও থাকে। লানা এও মনে করেন, প্রতারণার সঙ্গে চেহারার কোনও সম্পর্ক নেই। 'কুৎসিত' দেখতে পুরুষরাও চাইলে মন ভাঙতে পারেন। কিন্তু সেই সম্ভাবনা কম থাকে। সম্পর্কে তাই তিনিই সর্বেসর্বা হয়ে উঠতে পারবেন। 

 

লানা জানিয়েছেন, 'সুদর্শন পুরুষরা সব লাইম লাইট কেড়ে নেবেন, এটা আমি চাই না। তাই বেছে বেছে 'কুৎসিত' ছেলেদের সঙ্গে ডেকে যাই। আমি যাই সকলে শুধুমাত্র আমাকেই দেখুক। আর এই সৌন্দর্যের টানে যেন প্রতারণার শিকার হতে না হয় আমাকে। তাই এই সিদ্ধান্ত আমার।' তাই নিজের আকর্ষনীয় সব ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বয়ফ্রেন্ডদের ছবি কখনও ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেন না। 

 

লানা ম্যাডিসনের এই দাবি নতুন নয়। ইদানিং এই ধরনের ডেটিং ট্রেন্ড শুরু হয়েছে বিশ্বজুড়ে। একে অনেকেই বলেন 'স্রেকিং'। কোনও সুদর্শন পুরুষ 'কুৎসিত' মেয়েদের ডেট করতে পারেন, আবার উল্টোটাও হতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা এই ধরনের মনোভাবকে 'টক্সিক' বলছেন। তাঁদের বক্তব্য আসল ভালবাসা চরিত্র, সততা, বিশ্বাস, ভরসা ও মানসিক বন্ধনের উপর নির্ভর করে। বাহ্যিক সৌন্দর্যের কোনও ভূমিকা নেই এতে।