আজকাল ওয়েবডেস্ক: ১৪ দিন ধরে মহাকাশে থাকবেন শুভাংশু শুক্লা। তিনি রয়েছেন নাসার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। তবে এই কাজে নামতে হলে সবার আগে দরকার বিমা করিয়ে নেওয়া। সেই বিমার হিসেব দেখে এবার সকলের চোখ কপালে ওঠার যোগাড়।
মহাকাশে যারা পাড়ি দেন তাদের সকলের স্পেস ইনস্যুরেন্স বা বিমা করানো থাকে। শুক্লা বিশ্বের দরবারে ভারতকে সামনে নিয়ে এসেছেন। তাই বিমা তৈরি করা হয়েছে একেবারে আলাদাভাবে। সেখানে ভারতের পক্ষ থেকে তার ২০০ কোটি টাকার বিমা করানো রয়েছে।
অন্যদিকে নাসার পক্ষ থেকেও একটি বিমা করানা হয়েছে। সেখানে টাকার পরিমান ৬০ মিলিয়র ডলার। ফলে সেখানে টাকার পরিমান হবে প্রায় ৫০০ কোটি টাকা। এর মধ্যে এই মিশনের খরচ, প্রশিক্ষণ ছাড়া অন্য আরও বিষয় রয়েছে।
এবার প্রশ্ন উঠতে পারে মহাকাশে বিমা কেন এত টাকার হয়ে থাকে। সেখানে যে নিয়ম রয়েছে তাতে বলা হয়েছে মহাকাশে যাওয়ার পর মানুষের জীবনের ঝুঁকি সবথেকে বেশি থাকে। ফলে সেখানে যে বিমাটি করানো হয় তার দাম সবথেকে বেশি। সেখানে পলিসি থাকে ৪০ কোটি টাকার এবং ব্যক্তির জীবনের দাম ধরা হয় ১৬০ কোটি টাকা। ফলে এই বিমার দাম সবথেকে বেশি হয়ে থাকে।
এই বিমাতে থাকে মৃত্যু বা গুরুতর চোট। এটি মিশন শুরু হওয়া থেকে শুরু করে মিশন শেষ পর্যন্ত হতে পারে। ফলে সেখান থেকে মহাকাশচারীর কাছে এটি অতি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে আসে।
যদি মিশন বাতিল হয়ে যায় তাহলে সেখানে বিমার কাছে সেটি বিরাট দায় থাকে। পাশাপাশি প্রশিক্ষণ চলার সময় অনেক চোট লাগতে পারে। সেটিও মাথায় রাখা হয়।
মহাকাশযানের ভিতরে যদি কোনও সমস্যা হয় তাহলে তার সরাসরি প্রভাব পড়তে পারে মহাকাশচারীর ওপর। ফলে তার দায় থাকতে পারে বিমার দিকে। সমস্ত ধরণের দুর্ঘটনার এখানে বিমা করানো থাকে।
