আজকাল ওয়েবডেস্ক: গত সপ্তাহেই মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এবার ফের পৃথিবীর সঙ্গে তার মানিয়ে নেওয়ার পালা। সেই কাজটি তিনি সবার আগে করছেন মাটিতে ফের হাঁটা দিয়ে। ঠিক একেবারে ছোটো শিশুর মতো তিনি ফের পৃথিবীর মাটিতে চলছেন। তাকে সহায়তা করার জন্য রয়েছেন তার দুই সহযোগী।
এই ভিডিও এখন সর্বত্র ভাইরাল হয়েছে। সেখান থেকে শুভাংশু লিখেছেন, সকলেই তার স্বাস্থ্য নিয়ে চিন্তা জানিয়েছেন। এটা ভেবেই তার ভাল লাগছে। যেভাবে তিনি ভরশূণ্য অবস্থায় ছিলেন সেখান থেকে তার ফের স্বাভাবিক ছন্দে ফিরতে খানিকটা সময় লাগবেই। তবে চিকিৎসরা তাকে সর্বক্ষণ নজরে রাখছেন।


