আজকাল ওয়েবডেস্ক: ঘাস কাটতে গিয়ে ঘটল এক অপ্রত্যাশিত বিপর্যয়! থাইল্যান্ডের উত্তরে চিয়াং রাই প্রদেশে এক ব্যক্তি তার বাড়ির নিচের ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে কেটে ফেললেন একটি অত্যন্ত দুর্লভ ও বিলুপ্তপ্রায় প্রজাতির সাপ—Laotian bearded snake। জানা গেছে, বাড়ির নিচে ঘন ঝোপের মধ্যে সাপটি আশ্রয় নিয়েছিল। ঘাস কাটার মেশিন চালানোর সময়ই ঘটনাটি ঘটে। সাপটি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্থানীয় বন্যপ্রাণ বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণ আইনে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
থাইল্যান্ডের পরিবেশ ও বন দপ্তরের কর্মকর্তারা জানান, Laotian bearded snake এতটাই বিরল যে, গত এক দশকে এই প্রজাতিকে খুব কমই দেখা গেছে। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বনভূমিতে পাওয়া যেত, তবে বন্যপ্রাণ সংরক্ষণে অবহেলার কারণে আজ প্রায় বিলুপ্তির পথে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলছেন, ব্যক্তি জানতেনই না যে এমন সাপ সেখানে ছিল, আবার অনেকে মনে করছেন আরও সাবধান হওয়া উচিত ছিল।
এই ঘটনার জেরে আবারও প্রশ্ন উঠেছে—শহর ও গ্রামে প্রকৃতি সংরক্ষণ সম্পর্কে মানুষের সচেতনতা কতটা, আর তা বাড়াতে সরকারের কী ভূমিকা থাকা উচিত। বন দপ্তরের এক মুখপাত্র জানান, “এটা দুঃখজনক ঘটনা। তবে অজ্ঞতাও আইন লঙ্ঘনের দায় এড়াতে পারে না। আমাদের সংরক্ষণ নীতিতে আরও কড়াকড়ি আনার সময় এসেছে।”
এখন দেখা যাক, আদালত এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়। অভিযুক্তের আইনজীবী ইতিমধ্যে দাবি করেছেন, এটি ছিল ‘একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা’।
